Covid-19: একে অপরের টিকা শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া উচিত, আসরে নামলেন PM Modi

কোভিশিল্ডকে অনুমতি দিয়েছে ব্রিটেন। কিন্তু শংসাপত্র নিয়ে আপত্তি রয়েছে তাদের। সে কারণে ভারতীয়দের নিভৃতবাসে থাকতে হচ্ছে।

Updated By: Sep 22, 2021, 11:59 PM IST
Covid-19: একে অপরের টিকা শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া উচিত, আসরে নামলেন PM Modi

নিজস্ব প্রতিবেদন: একে অপরের টিকা শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া উচিত। আন্তর্জাতিক যাত্রাকে সরলীকরণ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টিকার দু'টি ডোজ নেওয়া থাকলেও ব্রিটেনে পা রাখার পর কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ভারতীয়দের। কূটনৈতিক মহল মনে করছে, কোভিড শংসাপত্র নিয়ে জটিলতা কাটাতে আসরে নামলেন প্রধানমন্ত্রী।    

তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন মোদী (PM Narendra Modi)। সেখানে  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে আন্তর্জাতিক কোভিড-১৯ সম্মেলনে তিনি বলেন,''অর্থনীতিতে অতিমারির প্রভাব কাটানোর বিষয়ে মন দেওয়া দরকার। সেজন আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ করতে হবে। বৈধতা দিতে হবে পরস্পরের টিকার শংসাপত্রকে।''

কোভিশিল্ডকে অনুমতি দিয়েছে ব্রিটেন। কিন্তু শংসাপত্র নিয়ে আপত্তি রয়েছে তাদের। সে কারণে ভারতীয়দের নিভৃতবাসে থাকতে হচ্ছে। ব্রিটিশ আধিকারিকরা জানিয়েছেন, কোভিশিল্ড নিয়ে সমস্যা নেই। কিন্তু ভারতের শংসাপত্র নিয়ে রয়েছে সংশয়।

প্রধানমন্ত্রীর কথায়,''ভারতে উৎপাদন বাড়লেই বিশ্বকে টিকা সরবরাহ করা হবে। কিন্তু সেজন্য কাঁচামালের জোগান নিরবচ্ছিন্ন রাখা দরকার।'' এপ্রিলে কোভিড টিকার রফতানি বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। মোদী মনে করিয়ে দেন, চলতি বছরের গোড়ায় ৯৫টি দেশে টিকা পাঠিয়েছে ভারত। দ্বিতীয় ঢেউয়ের সময় গোটা বিশ্ব পরিবারের মতো ভারতের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- ISI: দেশকে অচল করার পরিকল্পনা পাক-গুপ্তচর সংস্থার! গোপন ছকের পর্দাফাঁস Zee ২৪ ঘণ্টায়

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.