গত এক মাসে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন মোদীর, বাদ পড়েনি পৌরসভার প্রকল্পও

সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কিছু প্রকল্পকে পুনরায় উদ্বোধন করেন মোদী। যেমন, ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের অমেঠিতে গিয়ে কালাশনিকভ রাইফেল প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন

Updated By: Mar 10, 2019, 01:30 PM IST
গত এক মাসে  ১৫৭টি প্রকল্পের উদ্বোধন মোদীর, বাদ পড়েনি পৌরসভার প্রকল্পও
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গত ৩০ দিনে গড়ে প্রতি দিন ৫টি করে প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট যোগফলের গড় হিসেবটা এমনটাই দাঁড়ায়। এনডিটিভি সংবাদমাধ্যম সূত্রে খবর, শেষ ৩০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ২৮টি সফর করেছেন মোদী। পাশাপাশি, ১৫৭টি ছোটো-বড় প্রকল্প উদ্বোধন করেন যা দেশের রাজনীতিতে নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আজই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই সে দিন থেকেই দেশজুড়ে নির্বাচন আচরণ বিধি কার্যকর হয়ে যায়। অর্থাত্ নতুন করে সরকারি প্রকল্প ঘোষণা বা শিলান্যাস উদ্বোধন করার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। এমন প্রমাদ গুনেই তড়িঘড়ি বিভিন্ন প্রকল্প উদ্বোধনে তত্পর হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাস হওয়ার পরও শিলান্যাস করেন তিনি। এমনকি পুরসভা স্তরের প্রকল্পের উদ্বোধন করতেও পিছু পা হননি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- আজ বিকেলেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ

গত ৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত কমপক্ষে ১৫৭টি প্রকল্প উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। তাঁর উদ্বোধনের তালিকায় রয়েছে সড়ক, রেল, ওষুধের দোকান, হাসপাতাল, ইস্কুল, গ্যাসের পাইপলাইন, বিমানবন্দর, জল সংযুক্তিকরণ, নিকাশি ব্যবস্থা, বিদ্যুত্ কেন্দ্রের মতো নানা প্রকল্প।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কিছু প্রকল্পকে পুনরায় উদ্বোধন করেন মোদী। যেমন, ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের অমেঠিতে গিয়ে কালাশনিকভ রাইফেল প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন। ওই প্রকল্প ২০০৭ সালে শিলান্যাস হয়ে ২০১০ সালের পর থেকেই অস্ত্র উত্পাদনের কাজ শুরু হয়ে যায়। রাহুল গান্ধীও টুইট করে জানান, ওই প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি। এখন মিথ্যে কথা বলছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের অভিযোগ, অমেঠি রাহুলের লোকসভা কেন্দ্র এবং গান্ধী পরিবারের সঙ্গে ঐতিহ্য যুক্ত থাকায় রাজনৈতিক ভাবে ওই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোদী নিজেই বলেছেন, অমেঠিকে কোনও পরিবার দিয়ে নয়, এ বার কালাশনিকভ রাইফেল উত্পাদনের জায়াগা হিসেবে চিনবে মানুষ।

আরও পড়ুন- অনেক হয়েছে, অনন্তকাল ধরে সন্ত্রাস বরদাস্ত করব না’, ফের কড়া বার্তা মোদীর

প্রায় ১৪০টি ছোটো প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই মেট্রো সেকশন, কর্নাটক রেলের চিকজাজুর-মায়াকোন্ডা রুটের লাইন, বিক্রবন্দি থেকে তানজাবুর পর্যন্ত জাতীয় সড়ক ৪৫ সি-র চার লেন তৈরির মতো ছোট ছোট প্রকল্পও উদ্বোধন করেন তিনি। গাজি়য়াবাদ পৌরসভার গোশালার শিলান্যাসও তাঁর হাত ধরে হয়েছে। এমনকি ২০১৭ সালে নিজের উদ্বোধন করা বিহারের কর্মলিচক নিকাশি ব্যাবস্থার শিলান্যাস ২০১৯ সালে ফের শিলান্যাস করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এক মাসে আগে এমন কোনও প্রকল্প ঘোষণা করতে দেখা যায়নি পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে।  

.