সুভাষ, প্রণবকে টেনে রাহুলের 'চোখে চোখ' মোদীর
আপনার চোখে চোখ রাখার মতো ধৃষ্টতা আমার নেই, খোঁচা মোদীর।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী তাঁর চোখে চোখ রাখতে পারেন না, শুক্রবার এভাবেই মোদীকে বিঁধেছিলেন রাহুল গান্ধী। সন্ধেয় তার জবাব দিতে গিয়ে সুভাষচন্দ্র বোস, মোরারজি দেশাইয়েদের টেনে আনলেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, গান্ধী পরিবারের চোখে চোখ যাঁরাই রেখেছেন, তাঁরাই অপমানিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর খোঁচা, ''সত্যিই তো! আপনার চোখে চোখ রাখার মতো ধৃষ্টতা আমার নেই। গরিব মায়ের ছেলে। প্রত্যন্ত এলাকা থেকে এসেছি। নিচুজাতের ছেলে আমি। আপনি নামদার (সম্ভ্রান্ত)। আমি কামদার (পরিশ্রমী)।''
Aapki aankhon mein aankhein daal ke hum nahi bol sakte, aap naamdar hain aur ham kaamdar hain: PM Modi in Lok Sabha #NoConfidenceMotion
— ANI (@ANI) July 20, 2018
এরপরই কংগ্রেসি রাজনীতিতে 'কোণঠাসা' ব্যক্তিত্বদের নাম নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন মোদী। বলেন, ''সুভাষচন্দ্র বোস, মোরারজি দেশাই, জয়প্রকাশ নারায়ণ, চৌধুরী চরণ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, চন্দ্রশেখর ও প্রণব মুখোপাধ্যায় চোখে চোখ রেখেছিলেন, কী পরিণতি হয়েছে, সেই ইতিহাস আমার জানা। শরদ পাওয়ারও চেষ্টা করেছিলেন। চোখে চোখ রাখায় তাঁদের অপমানিত করে বিতারণ করা হয়েছিল। পর্দাফাঁস করে দেব''।
What did the Congress do to Charan Singh ji, what did they do to Chandra Shekhar ji, what did they do to Deve Gowda ji, what did they do to IK Gujral ji: PM Modi in Lok Sabha #NoConfidenceMotion pic.twitter.com/03Xy2q6q2z
— ANI (@ANI) July 20, 2018
রাহুল গান্ধীর চোখ টেপার প্রসঙ্গও তুলেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ''গোটা দেশ টিভিতে চোখের খেলা দেখেছে। কীভাবে চোখ খুলছেন, বন্ধ করছেন সেটা সকলের কাছে স্পষ্ট। আজ সত্যকে পিষে দেওয়া হয়েছে।''
Aaj poora desh dekh raha tha TV pe aankhon ka khel, kaise aankhen kholi jaa rahi hain, kaise bandh ki jaa rahi hain: PM Modi in Lok Sabha pic.twitter.com/aZlsPGdIGa
— ANI (@ANI) July 20, 2018
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য এত তাড়াহুড়ো! রাহুলের আলিঙ্গনের জবাবে মোদীর শেল