জিএসটি বর্ষপূর্তিতে তরজা, আঙুর ফল টক, চিদম্বরমকে খোঁচা পীযূৃষের

কোনও ধরণের ব্যাঘাত ছাড়াই জিএসটি চালু হয়েছে, দাবি পীযূষ গোয়েলের। 

Updated By: Jul 1, 2018, 04:43 PM IST
জিএসটি বর্ষপূর্তিতে তরজা, আঙুর ফল টক, চিদম্বরমকে খোঁচা পীযূৃষের

নিজস্ব প্রতিবেদন: পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা রূপায়নের বর্ষপূর্তি উজ্জাপন করছে মোদী সরকার। আর তখনই জিএসটি-র ভুলভ্রান্তি নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর প্রশ্ন, কীভাবে জিএসটি দিবস উজ্জাপন করতে পারেন প্রধানমন্ত্রী? তার পাল্টা পীযূষ গোয়েলের খোঁচা, কোনও ধরণের ব্যাঘাত ছাড়াই জিএসটি চালু হয়েছে। এখন আঙুর ফল টক।        '

প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম বলেন, ''নোট বাতিলের মতো জঘন্য কাজ বড় আকারে করেছে সরকার। আর জিএসটি-র মতো বড় কাজ অত্যন্ত খারাপভাবে রূপায়ন করা হয়েছে। জিএসটি পরিকাঠামো, হারে, রূপায়ন কাঠামোয় বড়সড় গলদ রয়েছে। ব্যবসায়ী, রফতারিকারক, সাধারণ মানুষের কাছে ঘৃণ্য শব্দ হয়ে উঠেছে জিএসটি। এত কিছুর পরও কীভাবে জিএসটি দিবস উজ্জাপন করছেন প্রধানমন্ত্রী, সেটাই তো মাথায় আসছে না।''  

চিদম্বরমকে জবাব দিয়ে পীযূষ গোয়েলের কটাক্ষ, জিএসটি সুষ্ঠভাবে রূপায়িত হয়েছে। আর্থিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায়নটি নতুন কর ব্যবস্থা। পি চিদম্বরমকে বলতে চাই, কংগ্রেসের কাছে এখন আঙুর ফল টক। সফলভাবে জিএসটি চালুর জন্য বিরোধীদের ধন্যবাদও জানান গোয়েল।  

গত বছর ১ জুলাই থেকে চালু হয় 'এক দেশ এক কর' ব্যবস্থা। ৩০ জুন মধ্যরাতে পণ্য ও পরিষেবা করের সূচনা করেন তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন- ''বিরোধীদের মহাজোটে মহাঠগ মালিয়া?'', ঋণখেলাপকারীর 'রাহুল-প্রীতি' নিয়ে প্রশ্ন বিজেপির

.