যাত্রীদের থেকে বকশিস নিলেই কড়া ব্যবস্থা, নির্দেশ নতুন রেলমন্ত্রীর
ওয়েব ডেস্ক: যাত্রীদের কাছ থেকে বকশিস বা খাবারের অতিরিক্ত দাম নেওয়া যাবে না। এনিয়ে নির্দেশিকা জারি করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে বকশিস আদায়।
প্রতিটি জোনে চিঠি পাঠানো হয়েছে। আগেও এব্যাপারে উদ্যোগ নিয়েছিল রেলমন্ত্রক। তবে এবার চরম সময়সীমা জারি করা হয়েছে। রেলমন্ত্রীর নির্দেশের পর সমস্ত ঠিকাদারদের সতর্ক করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং ও ট্যুরিজিম কর্পোরেশন। নির্দেশ না মানলে দিতে হবে জরিমানা। অসৎ কর্মীদের ধরতে যাত্রীদের কাছ থেকেই তথ্য নেবে রেল।
খাবারের জন্য অতিরিক্ত চার্জ ও বকশিস নেওয়ার অভিযোগের উপর নজরদারি চালাতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেবে রেল। প্রসঙ্গত ব্রিটিশ জমানা থেকেই বকশিসের রীতি চলে আসছে। তা বন্ধ করে দেওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ট্রেনে নো টিপস লেখা থাকলেও ওয়েটাররা বকশিস নেন। ২০১৫ সালে এক কেন্দ্রীয় মন্ত্রী ওয়েটারদের টিপস নেওয়ার ছবি তুলে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ট্যুইট করেছিলেন।
আরও পড়ুন,লক্ষ্য ২০২২, বৃহস্পতিবার বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী