Bengal Pilgrim Bus Accident: বাজকুল থেকে গয়া যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৩ তীর্থযাত্রী, আহত বহু
গতকাল বিকেলেই বাজকুল থেকে বাসটি গয়ার উদ্দেশ্য রওনা দেয়। জেলা প্রশাসন ঝাড়খণ্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বিষয়টি খোঁজ খবর নিতে জেলা প্রসাশনকে নির্দেশ দিয়েছেন
কিরণ মান্না: গন্তব্য ছিল গয়াধাম। কিন্তু সেই যাত্রাই শেষযাত্রা হল তিন যাত্রীরা। দুর্ঘটনা কেড়ে নিল তিনটি প্রাণ। রবিবার বিকেলেই পূর্ব মেদিনীপুরের বাজকুলে থেকে ৬০ জনেরও বেশি পুন্যার্থীকে নিয়ে গয়াধামের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি বাস। সোমবার ভোর নাগাদ বাসটি ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকায় একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। প্রবল সেই ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। বাসের কেবিনের বাঁ দিকের অংশটি একেবারে চ্য়াপটা হয়ে যায়।ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এদের মধ্যে একজন বাসযাত্রী ও বাকী দুজনের একজন বাসটির চালক ও তৃতীয়জন খালাসি। অন্তত ৬ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-যুক্তরাষ্ট্র ওপেনে নতুন সূর্যোদয়! চ্যাম্পিয়ন বছর উনিশের আলকারাজ
বাসযাত্রীদের দাবি, টানা ডিউটি করেছিলেন বাসচালক। সেই ক্লান্তিতেই তিনি বাস চালাতে চালাতে ঢুলছিলেন। যাত্রীরা তাঁকে বারবার বাস থামাতে বলে। চালক বাস থামিয়েও ছিলেন। পরে ফের যাত্রা শুরু করলে দুরন্ত গতিতে তিনি ধাক্কা মারেন একটি লরির সামনে। ওই সংঘর্ষেই বাসের চালক, খালাসি ও এক যাত্রীর মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও ৬ জন। বাসে থাকা ৬০ যাত্রীর অনেকেই কমবেশি আহত হয়েছেন।
গতকাল বিকেলেই বাজকুল থেকে বাসটি গয়ার উদ্দেশ্য রওনা দেয়। জেলা প্রশাসন ঝাড়খণ্ডের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বিষয়টি খোঁজ খবর নিতে জেলা প্রসাশনকে নির্দেশ দিয়েছেন। মৃতদেহগুলি যাতে দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে বলেছেন। পাশাপাশি আহতদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় সেই জন্য তদারকি শুরু করেছেন তিনি।