মহার্ঘ্য তরল সোনা! ১৩ দিনে ৭ টাকার বেশি দাম বাড়ল পেট্রোল ও ডিজেলে

নিজস্ব প্রতিবেদন: দেশে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। আজ ফের পেট্রোলের দাম বাড়ল ৫০ থেকে ৫৬ পয়সা। ডিজেলেও  ৫৪ থেকে ৬৩ পয়সা দাম বাড়ল দেশের বিভিন্ন শহরে।

এই নিয়ে বিগত ১৩ দিনে প্রায় ৭ টাকা ৯ পয়সা বাড়ল পেট্রোলে। ডিজেলেও বাড়ল ৭ টাকা ৬৭ পয়সা। গতকাল যেখানে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৭ টাকা ৮১ পয়সা। আজ তা বেড়ে ৭৮ টাকা ৩৭ পয়সা। রাজধানীতে বৃহস্পতিবার লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭৭ টাকা ৬ পয়সা। সেখানেও দাম বেড়েছে ৬৩ পয়সা। এমনটাই তথ্য মিলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে।

কলকাতায় গতকালের তুলনায় পেট্রোলের লিটারে দাম বেড়েছে ৫৪ পয়সা। যার দরুণ আজকের দাম ৮০ টাকা ১৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দামও ৫৭ পয়সা বেড়েছে গতকালের তুলনায়। এখন কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৭২ টাকা ৫৩ পয়সা। 

মুম্বইতে ৫৫ পয়সা বেড়ে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৮৫ টাকা ২১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৬০ পয়সা। এখন মুম্বইতে প্রতি লিটার ডিজেলের দাম ৭৫ টাকা ৫৩ পয়সা।

চেন্নাইতেও ৫০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। যার ফলে এক লিটার পেট্রোল চেন্নাইতে ৮১ টাকা ৮২ পয়সায় মিলছে। এক লিটার ডিজেল ৫৪ পয়সা বেড়ে গিয়ে ঠেকেছে ৭৪ টাকা ৭৭ পয়সায়।

আরও পড়ুন:চিনের প্রেসিডেন্ট ভেবে কোরিয়ার নেতার কুশপুতুল পোড়াল বিজেপি কর্মীরা! হাসির খোরাক প্রতিবাদ কর্মসূচি

English Title: 
Petrol price hiked by Rs 7.09 per litre, diesel by Rs 7.67 in 13 days
News Source: 
Home Title: 

মহার্ঘ্য তরল সোনা! ১৩ দিনে ৭ টাকার বেশি দাম বাড়ল পেট্রোল ও ডিজেলে

মহার্ঘ্য তরল সোনা! ১৩ দিনে ৭ টাকার বেশি দাম বাড়ল পেট্রোল ও ডিজেলে
Yes
Is Blog?: 
No
Section: