দাম বাড়ল পেট্রল, ডিজেলের

রবিবার মধ্যরাত থেকে লিটার প্রতি ৮২ পয়সা বাড়ল পেট্রলের দাম। ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৬১ পয়সা। ২০১৪ সালের অগাস্ট মাসের পর সারা বিশ্ব জুড়েই তেলের দাম বৃদ্ধির ফলে এদেশেও বাড়ল পেট্রল, ডিজেলের দাম।

Updated By: Feb 16, 2015, 10:54 AM IST
 দাম বাড়ল পেট্রল, ডিজেলের

ওয়েব ডেস্ক: রবিবার মধ্যরাত থেকে লিটার প্রতি ৮২ পয়সা বাড়ল পেট্রলের দাম। ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৬১ পয়সা। ২০১৪ সালের অগাস্ট মাসের পর সারা বিশ্ব জুড়েই তেলের দাম বৃদ্ধির ফলে এদেশেও বাড়ল পেট্রল, ডিজেলের দাম।

এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে ১লিটার পেট্রলের দাম বর্তমানে ৫৭ টাকা ৩১ পয়সা। ডিজেল ৪৬ টাকা ৬২ পয়সা।

আন্তর্জাতিক বাজারে হঠাৎই বৃদ্ধি পেয়েছে এই দুই তেলের দাম। কিছুটা ক্ষতিগ্রস্থ টাকা-মার্কিন ডলার বিনিময় মূল্য। এই দুই কারণের জেরেই এদেশেও বাড়ল এই দুই জ্বালানী তেলের খুচরা বিক্রয় মূল্য।

গত বছর অগাস্ট মাস থেকে মোট ৮বার কমেছে পেট্রলের দাম। ডিজেলের দাম কমেছে ৬ বার।

সব মিলিয়ে গত ছ'মাসে পেট্রলের দাম প্রতি লিটারে মোট ১৭ টাকা ১১ পয়সা কমেছিল। ডিজেলের দাম মোট কমেছে লিটার প্রতি ১২ টাকা ৯৬ পয়সা। অন্যদিকে আবার নভেম্বর থেকে কর বৃদ্ধির ফলে ৪ দফায় লিটার প্রতি পেট্রলের দাম মোট বেড়েছে ৭ টাকা ৭৫ পয়সা। ডিজেলের দাম মোট বেড়েছে ৭ টা ৫০ পয়সা।

 

.