লিটার প্রতি তিন টাকা কমছে পেট্রলের দাম
আজ মধ্যরাত থেকে লিটার প্রতি তিন টাকা কমতে চলেছে পেট্রলের দাম। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমার ফলে ভারতেও কমছে পেট্রলের দাম। আজ এমটাই জানানো হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে। পেট্রলের দাম কমলেও অপরিবর্তিত থাকছে ডিজেলের দাম।
Updated By: Apr 30, 2013, 08:46 PM IST
আজ মধ্যরাত থেকে লিটার প্রতি তিন টাকা কমতে চলেছে পেট্রলের দাম। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমার ফলে ভারতেও কমছে পেট্রলের দাম। আজ এমটাই জানানো হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে। পেট্রলের দাম কমলেও অপরিবর্তিত থাকছে ডিজেলের দাম।
মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতায় পেট্রলের দাম হবে ৭০টাকা ৩৫ পয়সা।
দু`মাসের মধ্যে এই নিয়ে চারবার কমল পেট্রলের দাম। তবে বিগত ন`মাসের মধ্যে এবারেই একধাক্কায় এতটা হ্রাস পেল লিটার প্রতি পেট্রলের মূল্য।