শর্মিলা চানুর বিবাহে আপত্তি সমাজকর্মীর
ওয়েব ডেস্ক: শর্মিলা চানুর বিয়েতে আপত্তি জানালেন কোদাইকানালের স্থানীয় সমাজকর্মী ভি মহেন্দ্রন। লৌহ মানবীর বিয়ে যাতে সরকার কিছুতেই স্বীকার না করে দাবি জানিয়েছেন মহেন্দ্রন। কিন্তু কেন এই আপত্তি? কিছুদিন আগেই ইরম শর্মিলা চানু জানিয়েছেন যে তিনি কোদাইকানালের আদিবাসীদের জন্য কাজ করতে চান। এই প্রক্ষাপটে মহেন্দ্রন মনে করছেন, চানু যদি আদিবাসী সমাজের জন্য কাজ করেন তাহলে চানুর ব্রিটিশ নাগরিক স্বামী সমস্যা হয়ে দাঁড়াতে পারেন। সম্ভবত আদিবাসীদের ধর্মান্তকরণের আশঙ্কা করছেন তিনি, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।
এদিকে, গতকালই তাঁর দীর্ঘদিনের সাথী ডেসমন্ড কুটিনহোর সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়তে চেয়ে সাব রেজিস্ট্রি অফিসে আবেদন করেছেন তাঁরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, তাঁদের এখন ১ মাস নোটিসের সময় কাটাতে হবে। (আরও পড়ুন- শর্মিলা, ভালবেসে ভোটে লড়ুন, আপনার জয় হোক)