ইয়াকুবের শেষযাত্রায় সামিল অনেকেই সন্ত্রাসবাদী, বিতর্কিত টুইট তথাগত রায়ের
ইয়াকুব মেমনের ফাঁসি নিয়ে টুইট করে বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ইয়াকুবের শেষ যাত্রায় যোগদানকারীদের অনেকেই সম্ভাব্য জঙ্গি। এদের উপর নজর রাখা উচিত। টুইট করার পর থেকেই বিতর্কের জেরে নিজের বক্তব্যের সাফাই দিয়ে আরও দুটি টুইট করেন তিনি।
ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসি নিয়ে টুইট করে বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ইয়াকুবের শেষ যাত্রায় যোগদানকারীদের অনেকেই সম্ভাব্য জঙ্গি। এদের উপর নজর রাখা উচিত। টুইট করার পর থেকেই বিতর্কের জেরে নিজের বক্তব্যের সাফাই দিয়ে আরও দুটি টুইট করেন তিনি।
Intelligence shd keep a tab on all (expt relatives & close friends) who assembled bfr Yakub Memon's corpse. Many are potential terrorists
— Tathagata Roy (@tathagata2) July 31, 2015
কোনও রাজ্যের রাজ্যপালের পদে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন, অসংবেদনশীল, উসকানিমূলক মন্তব্যের জেরে তার অপসারণের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তথাগত রায়ের অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে তারা আবেদন জানাতে চলেছে। সেই দাবির জবাব দিয়েও টুইট করেন তথাগত রায়। তার বক্তব্য তার কাজ এই ধরণের ইস্যু তুলে ধরা। কোনওভাবেই রাজ্যপাল পদের সঙ্গে আপোস করবেন না তিনি।
It is my Constitutional duty to bring matters of public interest to public notice. My position as Governor is not thereby compromised
— Tathagata Roy (@tathagata2) July 31, 2015
তার আগে নিজের প্রথম টুইটের সপক্ষে যুক্তি দিয়ে তথাগত রায় বলেন, উনি শুধু দেশের নিরাপত্তার খাতিরে এমন কথা বলেছেন। কোনও বিশেষ জাতিগোষ্ঠীর উদ্দেশে কথা বলেননি।
When I suggested 'intelligence keeping a tab',I mentiond NO COMMUNITY. So how come I'm accused of being 'communal bigot'? Guilty conscience?
— Tathagata Roy (@tathagata2) July 31, 2015
Oh,what an explosion! I am gratified! But consider seriously: 1.Did I talk abt any community? 2. Did I ask for action or just keeping tabs?
— Tathagata Roy (@tathagata2) July 31, 2015
তথাগতর টুইটে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে।