ইয়াকুবের শেষযাত্রায় সামিল অনেকেই সন্ত্রাসবাদী, বিতর্কিত টুইট তথাগত রায়ের

ইয়াকুব মেমনের ফাঁসি নিয়ে টুইট করে বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ইয়াকুবের শেষ যাত্রায় যোগদানকারীদের অনেকেই সম্ভাব্য জঙ্গি। এদের উপর নজর রাখা উচিত। টুইট করার পর থেকেই বিতর্কের জেরে নিজের বক্তব্যের সাফাই দিয়ে আরও দুটি টুইট করেন তিনি।

Updated By: Jul 31, 2015, 01:59 PM IST
ইয়াকুবের শেষযাত্রায় সামিল অনেকেই সন্ত্রাসবাদী, বিতর্কিত টুইট তথাগত রায়ের

ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসি নিয়ে টুইট করে বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ইয়াকুবের শেষ যাত্রায় যোগদানকারীদের অনেকেই সম্ভাব্য জঙ্গি। এদের উপর নজর রাখা উচিত। টুইট করার পর থেকেই বিতর্কের জেরে নিজের বক্তব্যের সাফাই দিয়ে আরও দুটি টুইট করেন তিনি।

কোনও রাজ্যের রাজ্যপালের পদে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন, অসংবেদনশীল, উসকানিমূলক মন্তব্যের জেরে তার অপসারণের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তথাগত রায়ের অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে তারা আবেদন জানাতে চলেছে। সেই দাবির জবাব দিয়েও টুইট করেন তথাগত রায়। তার বক্তব্য তার কাজ এই ধরণের ইস্যু তুলে ধরা। কোনওভাবেই রাজ্যপাল পদের সঙ্গে আপোস করবেন না তিনি। 

তার আগে নিজের প্রথম টুইটের সপক্ষে যুক্তি দিয়ে তথাগত রায় বলেন, উনি শুধু দেশের নিরাপত্তার খাতিরে এমন কথা বলেছেন। কোনও বিশেষ জাতিগোষ্ঠীর উদ্দেশে কথা বলেননি।

 

তথাগতর টুইটে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে।

 

.