চলতি কোভিড-ঢেউ নিয়ে কেন্দ্রের দাবি, চূড়ান্ত খারাপ সময় পেরিয়ে এসেছে দেশ

যদিও এখনও ২৩৯টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি!

Updated By: Jun 2, 2021, 06:43 PM IST
চলতি কোভিড-ঢেউ নিয়ে কেন্দ্রের দাবি, চূড়ান্ত খারাপ সময় পেরিয়ে এসেছে দেশ

নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের প্রায় অর্ধেক অংশে করোনা সংক্রমণের হার ৫ শতাংশেরও কম। মঙ্গলবার এই তথ্য তুলে ধরে কেন্দ্রের দাবি, দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের সব চেয়ে খারাপ পর্ব পেরিয়ে এসেছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ তার শিখর পেরিয়ে এসেছে বলেই জানাল কেন্দ্র। ভারতের অর্ধেক জেলায় (৩৫০টি জেলায়) সংক্রমণের হার ৫ শতাংশের (5% test positivity rate) নীচে। অর্থাৎ, দ্বিতীয় ঢেউয়ের সব থেকে খারাপ পর্বটি (peak of second Covid-19 wave) দেশ পেরিয়ে এসেছে, এমনই দাবি কেন্দ্রের (Centre)। 

আরও পড়ুন: বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকলেই তিনি 'মন্দ মেয়ে' নন, বলল হরিয়ানা হাই কোর্ট

বুধবার  Indian Council of Medical Research (ICMR)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেছেন, 'দেশের অন্তত ৩৫০ জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে। ১৪৫ জেলায় সংক্রমণের হার ৫-১০ শতাংশের মধ্যে। যদিও এখনও ২৩৯টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।'

তবে এই প্রসঙ্গেই Niti Aayog-এর সদস্য VK Paul (health) বলেন, 'আমরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শিখর বেশ কিছু দিন আগে পেরিয়ে (crossed the peak) এসেছি। দেশ জুড়ে সংক্রমণ কমছে। কিন্তু এখনই অসতর্ক হলে হবে না। মাস্ক (mask) পরা, সামাজিক দূরত্ব (physical distancing) বজায় রাখার মতো বিধিনিষেধ মেনে চলতে হবে।'

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: অবসরের পর কর্মজীবন নিয়ে খুল্লমখুল্লা স্মৃতিকথা লিখবেন? নিতে হবে মোদী সরকারের অনুমতি

.