এটিএম পরিসেবায় নয়া নিয়মাবলী, বেশি ব্যবহারে হালকা হবে পকেট

মাসে পাঁচবারের বেশি এটিএম ব্যবহার করলে এবার থেকে হালকা হতে পারে পকেট। শনিবার থেকে এটিএম থেকে মাসে পাঁচ বারের বেশি টাকা তুললে বা অন্য পরিসেবা যেমন ব্যালান্সের হদিশ নিলে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে গচ্চা দিতে হবে।

Updated By: Nov 1, 2014, 07:09 PM IST
এটিএম পরিসেবায় নয়া নিয়মাবলী, বেশি ব্যবহারে হালকা হবে পকেট

নতুন দিল্লি: মাসে পাঁচবারের বেশি এটিএম ব্যবহার করলে এবার থেকে হালকা হতে পারে পকেট। শনিবার থেকে এটিএম থেকে মাসে পাঁচ বারের বেশি টাকা তুললে বা অন্য পরিসেবা যেমন ব্যালান্সের হদিশ নিলে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে গচ্চা দিতে হবে।

রিসার্ভ ব্যাঙ্কের নয়া গাইডলাইন অনুযায়ী পাঁচটি মেট্রো শহর---দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে বিনামূল্যে এটিএম পরিসেবা পাওয়া যাবে মাসে মাত্র ৫ বার।

যে ব্যাঙ্কে নিজস্ব অ্যাকাউন্ট নেই সেই সব ব্যাঙ্কের এটিএমের ক্ষেত্রে এই পরিসেবা মিলবে মাসে মাত্র ৩ বার।

তবে অন্য শহরগুলির ক্ষেত্রে এই নিয়ম খাটবে না।

রিজার্ভব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ব্যাঙ্ককে এই নিয়ম তাদের প্রত্যেক গ্রাহককে স্পষ্ট করে জানাতে হবে। কোন এটিএম গুলি 'মেট্রো' ও কোন এটিএম গুলি 'নন-মেট্রো' শহরগুলির আওতায় পড়ছে তা পরিস্কার করে বলে দিতে হবে।

 

.