ইউপিএ প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করুক, চান পাওয়ার
দেশের হবু প্রধানমন্ত্রী কে? আলোচনা আর জল্পনায় গা ভাসিয়ে দেশের অনেকেই রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীকে নিয়েই আলোচনায় মত্ত। সেই জল্পনার মাঝেই ২০১৪-র সাধারণ নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রীকে তা জানতে চাইলেন ইউপিএ কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। শনিবার থানেতে ন্যাশানাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান দাবি তোলেন, প্রধানমন্ত্রী নিয়ে অবিলম্বে বৈঠক করুক ইউপিএ।
দেশের হবু প্রধানমন্ত্রী কে? আলোচনা আর জল্পনায় গা ভাসিয়ে দেশের অনেকেই রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীকে নিয়েই আলোচনায় মত্ত। সেই জল্পনার মাঝেই ২০১৪-র সাধারণ নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রীকে তা জানতে চাইলেন ইউপিএ কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। শনিবার থানেতে ন্যাশানাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান দাবি তোলেন, প্রধানমন্ত্রী নিয়ে অবিলম্বে বৈঠক করুক ইউপিএ।
শ্রীলঙ্কা ইস্যুতে ডিএমকে সরকার ছেড়ে বেড়িয়ে আসায় শাসক দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পাওয়ার। এবারের নির্বাচনে পাওয়ার যে লড়বেন না তাও স্পষ্ট করে দিয়েছেন পাওয়ার। গতকালই তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন পাওয়ার। সেই নিরিখেই এনসিপির আজকের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।