ভোটের ফল প্রকাশ হতেই পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত তেল সংস্থাগুলির
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর প্রায় সঙ্গে সঙ্গেই পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। মঙ্গলবার তেল সংস্থাগুলি জানিয়েছে পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর প্রায় সঙ্গে সঙ্গেই পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। মঙ্গলবার তেল সংস্থাগুলি জানিয়েছে পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। ইরানে রাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বাড়ার ফলে প্রায় ৯০০ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে তেল সংস্থাগুলি।
এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য বার বার জনরোষের মুখে পড়তে হয়েছে ইউপিএ সরকারকে। বিরোধিতা করেছে শরিক দলগুলিও। আর ৫ রাজ্যে ভোটে কংগ্রেস যেভাবে বিপর্যয়ের মুখে পড়েছে, তাতে বাজেট অধিবেশনের আগে এই সিদ্ধান্ত কেন্দ্র নেবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।