মহারাষ্ট্রে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, নিহত ১০, আহত ৩০
মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা। দিভা-সাওন্তাদি পেসেঞ্জার ট্রেনের ৪টি কামরা লাইনচ্যুত। মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন অন্তত ৩০। মহারাষ্ট্রের নাগোথানে ও রোহা স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে রেল সুত্রে জানানো হয়েছে।
মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা। দিভা-সাওন্তাদি পেসেঞ্জার ট্রেনের ৪টি কামরা লাইনচ্যুত। মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন অন্তত ৩০। মহারাষ্ট্রের নাগোথানে ও রোহা স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে রেল সুত্রে জানানো হয়েছে।
সকাল ৯টা ৪০ নাগাদ ট্রেনটি বেলাইন হয়। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলমন্ত্রকের তরফে জারি হওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। গুরতর আহদের দেওয়া হয়ে ৫০ হাজার টাকা। তুলনামূলক ভাবে কম আহতদের দেওয়া হবে ১০ হাজার টাকা।"
রোহা স্টেশনে হেল্পলাইন ডেস্ক চালু করেছে রেল।
হেল্পনাইন নম্বর গুলি হল-
CHHATRAPATI SHIVAJI TERMINUS MUMBAI 022-22755990 / 22694090
DADAR 022-24114836
THANE 02225334840
PANVEL 27468833
RATNAGIRI: 02352-228176 / 228951 / 228954
BELAPUR CBD: 022-27561721 / 23 / 24