সংসদ পণ্ড, শীতকালীন অধিবেশনের শেষ দিনেও 'নোট বাতিল' আলোচনা হল না

Updated By: Dec 16, 2016, 01:05 PM IST
সংসদ পণ্ড, শীতকালীন অধিবেশনের শেষ দিনেও 'নোট বাতিল' আলোচনা হল না

ওয়েব ডেস্ক: আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন। সরকার-বিরোধী তুমুল তরজায় নোট বাতিল নিয়ে গতকালও আলোচনা হয়নি। আজ আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। নোট বাতিল নিয়ে ভোটাভুটি ছাড়াই আলোচনায় রাজি বিরোধীরা। সরকারপক্ষ পাল্টা দাবি তোলে চপার কেলেঙ্কারি নিয়ে বিতর্ক শুরু করতে হবে। এর পাশাপাশি, নোট বাতিলের জেরে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার দাবি তুলেছে কংগ্রেস। মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুলও। সব মিলিয়ে আপাতত শাসক-বিরোধী সন্ধির কোনও সম্ভাবনা নেই। তাই শেষ দিনের ছবিটাও যে বদলাবে না, তা হলফ করেই বলা যায়। 

 

 

 

বিরোধীরা নন। সরকারই চায় না আলোচনা হোক। বলছে কংগ্রেস। একই সুর JDU-এর গলায়। 

 

বিরোধীদের জন্যই গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা গেল না। সাধারণ মানুষের জন্য সরকারের অনেক পরিকল্পনাই আটকে গেল। অভিযোগ বিজেপির। 

 

সুষ্ঠুভাবে সরকার চালানোর দায় সরকারেরই। তাই সংসদ পণ্ড হওয়ার দায়ও বর্তায় সরকারের ঘাড়েই। বলছে তৃণমূল। 

 

.