বৈঠক চলার সময় পুদুচেরি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে হাজির গোখরো

ভিআইপি লাউঞ্জে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বৈঠক চলছিল।

Updated By: Jun 17, 2018, 03:52 PM IST
বৈঠক চলার সময় পুদুচেরি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে হাজির গোখরো

নিজস্ব প্রতিবেদন : বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গোখরো সাপ। রবিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় পুদুচেরি বিমানবন্দরে। পরে সাপটি উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, ভিআইপি লাউঞ্জে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বৈঠক চলছিল। সেই সময় হঠাত্ই সেখানে সাপটি ঢুকে পড়ে। প্রায় ৬ ফুট লম্বা বিষধর সাপটি তখন ফনা তুলে বসে একটি চেয়ারের নিচে। সকলেই আতঙ্কে সেখান থেকে সরে যান। কিন্তু তারপরই এক মহিলা কর্মী সেখানে এগিয়ে এসে সাপটিকে একটি লাঠি দিয়ে তাড়াতে চেষ্টা করেন। তাতেও লাভ না হওয়ায় অবশেষে বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষী প্রাণের ঝুঁকি নিয়ে সাপটিকে ধরে বনদফতরের হাতে তুলে দেন।

তাঁর সাহসিকতার জন্য তাঁকে পরে পুরস্কৃত করেন আধিকারিকরা। সেই সঙ্গে বিমানবন্দরের ওই মহিলা কর্মীকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পুলিস।

আরও পড়ুন- কেজরি বনাম বৈজল লড়াইয়ের নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ মমতার

.