যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতীয় ভূখণ্ডে হামলা পাকিস্তানের

যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতীয় ভূখণ্ডে হামলা চালাল পাকিস্তান। জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কুড়ি ন ম্বর আউটপোস্ট বরাবর কাল সারারাত ধরে মর্টার হামলা চালায় পাক সেনা। রাতভর এলাকায় স্থানীয় এক গ্রামবাসী জখম হয়েছেন। সীমান্তে মোতায়েন বি এস এফ জওয়ানরাও পাল্টা জবাব দিলে  আজ ভোররাত পর্যন্ত চলে গুলির লড়াই। সীমান্তের আর এস পুরা ও আর্নিয়া এলাকায় রাতভর ওই লড়াই চলে। চলতি বছরে এপর্যন্ত এটি যুদ্ধবিরতি ভঙ্গের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

Updated By: Aug 18, 2014, 05:57 PM IST
যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতীয় ভূখণ্ডে হামলা পাকিস্তানের

জম্মু: যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতীয় ভূখণ্ডে হামলা চালাল পাকিস্তান। জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কুড়ি ন ম্বর আউটপোস্ট বরাবর কাল সারারাত ধরে মর্টার হামলা চালায় পাক সেনা। রাতভর এলাকায় স্থানীয় এক গ্রামবাসী জখম হয়েছেন। সীমান্তে মোতায়েন বি এস এফ জওয়ানরাও পাল্টা জবাব দিলে  আজ ভোররাত পর্যন্ত চলে গুলির লড়াই। সীমান্তের আর এস পুরা ও আর্নিয়া এলাকায় রাতভর ওই লড়াই চলে। চলতি বছরে এপর্যন্ত এটি যুদ্ধবিরতি ভঙ্গের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

গত বুধবার জম্মুর সীমান্ত লাগোয়া ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে পঞ্চমবার শন্তি চুক্তি ভঙ্গ করল পাকিস্থান। পাকিস্তানের নিশানা করেছে বি এস এফের ছাউনিগুলি। 

.