সাংবাদিক সুজাট বুখারি খুনে সন্দেহের তালিকায় পাক জঙ্গি নভিদ জাট

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের প্রেস কলোনি এলাকায় নিজের অফিসের সামনে খুন হন রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক বুখারি।

Updated By: Jun 15, 2018, 01:23 PM IST
সাংবাদিক সুজাট বুখারি খুনে সন্দেহের তালিকায় পাক জঙ্গি নভিদ জাট

নিজস্ব প্রতিবেদন :  কাশ্মীরের সাংবাদিক সুজাট বুখারি খুনের ঘটনায় পাক জঙ্গি নভিদ জাটের নাম উঠে এল সন্দেহের তালিকায়। ইতিমধ্যেই নভিদের নাম একাধিক মামলায় এনআইএর-র তালিকায় রয়েছে। দিন কয়েক আগেই শ্রীনগরের হাসপাতাল থেকে পালিয়ে যায় নভিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের প্রেস কলোনি এলাকায় নিজের অফিসের সামনে খুন হন রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক বুখারি। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তিন অভিযুক্তের ছবি প্রকাশ করে গোয়েন্দারা।

পুলিস জানিয়েছে, বাইকে চেপে যে ৩ জঙ্গি সুজাট বুখারিকে তাক করে গুলি চালায়, তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। কিন্তু, জঙ্গিদের গতিবিধি দেখে, স্থানীয়রা তাদের চিনতে পারেন কি না, সে বিষয়েই খোঁজ শুরু করেছে পুলিস।

আরও পড়ুন- মুখ ঢেকে গুলি, কাশ্মীরে সাংবাদিক খুনে জঙ্গিদের ছবি প্রকাশ পুলিসের

.