সীমা লঙ্ঘন করে ভারতের আকাশে দেখা গেল পাক হেলিকপ্টার

পাকিস্তানের একটি হেলিকপ্টার চলতি বছরে আরও এক বার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে আকাশের ঢুকে পড়ে। ১৯৯১-র নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক চুক্তি  লঙ্ঘন করে ১০ কিলোমিটার পর্যন্ত আকাশ পথ ব্যবহার করে বলে নয়া দিল্লি অভিযোগ করে

Updated By: Sep 30, 2018, 03:12 PM IST
সীমা লঙ্ঘন করে ভারতের আকাশে দেখা গেল পাক হেলিকপ্টার
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাক হেলিকপ্টার। দুপুর ১২.১০ নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় টহল দিতে দেখা যায় একটি হেলিকপ্টারকে। তড়িঘড়ি সতর্ক করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীকে। জম্মুর আর্মি পিআরও লেফ্ট্যানেন্ট কোলোনেল দেবন্দর আনন্দ জানিয়েছেন, গুলপুর সেক্টরে সাদা রঙের এক হেলকপ্টারকে টহল দিতে দেখা যায়।

আরও পড়ুন- শোপিয়ানের থানা লক্ষ্য করে গ্রেনেড জঙ্গিদের, শহিদ পুলিসকর্মী

উল্লেখ্য, পাকিস্তানের একটি হেলিকপ্টার চলতি বছরে আরও এক বার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে আকাশের ঢুকে পড়ে। ১৯৯১-র নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক চুক্তি  লঙ্ঘন করে ১০ কিলোমিটার পর্যন্ত আকাশ পথ ব্যবহার করে বলে নয়া দিল্লি অভিযোগ করে।

.