সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের হামলা, তেড়ে জবাব ভারতেরও
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের গুলি চালাল পাকিস্তান। বৃহস্পতিবারের মত শুক্রবার সকালেও আর এস পুরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। হামলার আঁচ পাওয়ার পর পরই তেড়ে জবাব দিতে শুরু করে ভারতও।
নিজস্ব প্রতিবেদন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের গুলি চালাল পাকিস্তান। বৃহস্পতিবারের মত শুক্রবার সকালেও আর এস পুরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। হামলার আঁচ পাওয়ার পর পরই তেড়ে জবাব দিতে শুরু করে ভারতও।
এদিকে বৃহস্পতিবার আর এস পুরার আরনিয়া সেক্টর লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা। পাকিস্তানের হামলার জেরে এ সুরেশ নামে এক জওয়ানের মৃত্যু হয়। ওই ঘটনায় আরও এক জওয়ানের আহত হওয়ার খবর মেলে। পাশাপাশি ওই ঘটনায় ২ স্থানীয় বাসিন্দাও আহত হন বলে খবর। ওই ঘটনার পর থেকেই উত্তাপ বাড়তে শুরু করে ভারত-পাক সীমান্ত এলাকায়।
আরও পড়ুন : সীমান্ত লক্ষ্য করে পাকিস্তানি হামলা, শহিদ বিএসএফ জওয়ান
সম্প্রতি ভারত-পাক সীমান্তের পুঞ্চ-এ গোলাগুলির জেরে সম্প্রতি ৪ পাক রেঞ্জার্সের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে কাটতেই এবার ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে একটানা হামলা চালাতে শুরু করেছে পাকিস্তানি সেনা।
Ceasefire violation by Pakistan in R S Pura sector. #JammuAndKashmir
— ANI (@ANI) January 19, 2018