নওশেরায় জনবসতি লক্ষ্য করে পাকিস্তানের গুলি, পালটা জবাব ভারতীয় সেনার

নওশেরার বিভিন্ন এলাকা থেকে সরানো হচ্ছে স্থানীয়দের

Updated By: Jun 5, 2018, 10:14 AM IST
নওশেরায় জনবসতি লক্ষ্য করে পাকিস্তানের গুলি, পালটা জবাব ভারতীয় সেনার

নিজস্ব প্রতিবেদন : সীমান্ত লক্ষ্য করে ফের গুলি চালানো শুরু করল পাকিস্তান। সোমবার রাত থেকে রাজৌরির নওশেরার বেশ কিছু সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। তবে সোমবার রাতের গোলাগুলির জেরে এখনও পর্যন্ত আহত কিংবা নিহতের খবর মেলেনি।

সেনা সূত্রে খবর, নওশেরার সেনা ছাউনি লক্ষ্য করেই শুধু নয়, সেখানকার জনবসতি লক্ষ্য করেই গুলি চালানো শুরু করে পাকিস্তান। তবে হামলার আঁচ পাওয়ার পর পরই তার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও।

আরও পড়ুন : তিন চাকার উপর সওয়ার চার চাকা, তারপর... ভাইরাল ভিডিও

গত রবিবার সকালে অর্থাত ৩ জুন সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তান। যার জেরে ২ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। পাকিস্তানের গোলাগুলিতে রবিবার সকালে ৩ স্থানীয় বাসিন্দাও আহত হন বলে খবর।

এদিকে ভারত-পাক সীমান্তে গত সপ্তাহে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করতে সম্মত হন দুই দেশের সেনার ডিজিএমও। কিন্তু, অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করার পর পরই ফের ভারতীয় সীমান্ত লক্ষ করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। 

.