রাজৌরি ও পুঞ্চ সেক্টরে প্রবল গোলাগুলি পাকিস্তানের, শহিদ ১ সেনা জওয়ান
কয়েকদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অভিযান চালায় ভারতীয় সেনা। ওই অভিযানে ৩ পাক সেনা কর্মী নিহত হয়। তার পর ফের সক্রিয় পাক সেনা
নিজস্ব প্রতিনিধি : ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাকিস্তান।
রবিবার সকালে পাক সেনা রাজৌরি নৌসেরা ও পুঞ্চের দিগওয়ার সেক্টরে প্রবল গোলাবর্ষণ করে। গোলাগুলি শুরু হয় রাত একটা থেকে। চলে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। গুলিতে শহিদ হয়েছেন জগসির সিং নামে ১ সেনা জওয়ান।
অারও পড়ুন-পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর ট্রেনিং ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলা, শহিদ জওয়ান
রবিবার পুলওয়ামায় আধা সমারিক বাহিনীর ট্রেনিং ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত ওই হামলায় ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এর মধ্যেই নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হামলা। কয়েকদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অভিযান চালায় ভারতীয় সেনা। ওই অভিযানে ৩ পাক সেনা কর্মী নিহত হয়। তার পর ফের সক্রিয় পাক সেনা।
গত বছর মোট ৮৮১ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। মৃত্যু হয়েছে ৩৪ জন। গত ৭ বছরে এটি একটি রেকর্ড। নিহতদের মধ্যে রায়েছেন ১৪ সেনা জওয়ান, ১২ সাধারণ নাগরিক ও ৪ বিএসএফ জওয়ান।