সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ফের প্রস্তুত হচ্ছে পাক জঙ্গিরা

সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ফের প্রস্তুত হচ্ছে পাক জঙ্গিরা। গোয়েন্দাসূত্রের খবর, পাকিস্তানের তিনটি জঙ্গি সংগঠনের প্রায় আড়াইশো জঙ্গি ভারতীয় জওয়ানদের ওপর হামলার ছক করেছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি ঘাঁটিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে লস্কর এ তৈবা, জৈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিন। জঙ্গিদের হ্যান্ডলার মারফত পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালানোর। জঙ্গি হামলার মোকাবিলায় ভারতীয় প্রস্তুত সেনা জওয়ানরাও। অন্যদিকে মহারাষ্ট্র সরকারের কাছে গোয়েন্দাসূত্রে খবর উত্‍সবের মরশুমে দেশজুড়ে ধর্মীয় স্থানে হামলা চালাতে পারে জঙ্গিরা।

Updated By: Oct 11, 2016, 07:38 PM IST
সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ফের প্রস্তুত হচ্ছে পাক জঙ্গিরা

ওয়েব ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে ফের প্রস্তুত হচ্ছে পাক জঙ্গিরা। গোয়েন্দাসূত্রের খবর, পাকিস্তানের তিনটি জঙ্গি সংগঠনের প্রায় আড়াইশো জঙ্গি ভারতীয় জওয়ানদের ওপর হামলার ছক করেছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি ঘাঁটিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে লস্কর এ তৈবা, জৈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিন। জঙ্গিদের হ্যান্ডলার মারফত পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালানোর। জঙ্গি হামলার মোকাবিলায় ভারতীয় প্রস্তুত সেনা জওয়ানরাও। অন্যদিকে মহারাষ্ট্র সরকারের কাছে গোয়েন্দাসূত্রে খবর উত্‍সবের মরশুমে দেশজুড়ে ধর্মীয় স্থানে হামলা চালাতে পারে জঙ্গিরা।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি

.