কাঠুয়ার সীমান্তে ফের মর্টার হামলা পাক রেঞ্জার্সের

সীমান্তে গোলাগুলির বিরাম নেই। সকালে কাঠুয়ার সীমান্তে ফের মর্টার হামলা পাক রেঞ্জার্সের। সকাল সাতটা কুড়ি থেকে গোলাগুলি শুরু হয়। জবাব দিয়েছে বিএসএফও। হীরানগরেও গোলাগুলি চলছে। আরএসপুরার আবদুল্লাহতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। 

Updated By: Oct 29, 2016, 11:17 AM IST
কাঠুয়ার সীমান্তে ফের মর্টার হামলা পাক রেঞ্জার্সের

ওয়েব ডেস্ক : সীমান্তে গোলাগুলির বিরাম নেই। সকালে কাঠুয়ার সীমান্তে ফের মর্টার হামলা পাক রেঞ্জার্সের। সকাল সাতটা কুড়ি থেকে গোলাগুলি শুরু হয়। জবাব দিয়েছে বিএসএফও। হীরানগরেও গোলাগুলি চলছে। আরএসপুরার আবদুল্লাহতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। 

আরও পড়ুন- সীমান্তবর্তী গ্রামগুলিকে টার্গেট করে হামলা চালাচ্ছে পাক সেনা

কুপওয়াড়ার মাচিল সেক্টরে এক BSF জওয়ানের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সন্ধে থেকে সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ছাউনি এবং একাধিক গ্রাম লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করেছে পাক বাহিনী। ইতিমধ্যে সীমান্তের গ্রামচগুলি ফাঁকা করে দেওয়া হয়েছে। সংঘর্ষে গত সাত দিনে পনের জন পাক রেঞ্জার্সে মৃত্যু হয়েছে বলে গতকালই জানায় বিএসএফ।

.