পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, ফের বেফাঁস ফারুক আবদুল্লা

কয়েকদিন আগেই কাশ্মীরের স্বশাসন চেয়ে বিতর্ক তৈরি করে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Updated By: Nov 11, 2017, 04:56 PM IST
পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, ফের বেফাঁস ফারুক আবদুল্লা

নিজস্ব প্রতিনিধি: পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। ফের বেফাঁস মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
সম্প্রতি কাশ্মীরের স্বশাসনের পক্ষে সওয়াল করেছিলেন, এবার একেবারে পাকিস্তানের পক্ষে ব্যাট ধরলেন ফারুক। গ্রেটার কাশ্মীর-এর খবর অনুযায়ী, শ্রীনগরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সোজা কথা, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের ও কাশ্মীরের অন্য অংশটি ভারতের। ‌যতই লড়াই হোক না কেন, এর কোনও বদল হবে না।’
ন্যাশনাল কন্ফারেন্সের প্রাক্তন চেয়ারম্যান আরও বলেন, আজাদ কাশ্মীরের স্বপ্ন কোনওদিন বাস্তবায়িত হবে না। কারন কাশ্মীর, পাকিস্তান, ভারত ও চিনের মতো তিনটি পরমাণু শক্তিধর দেশ দিয়ে ঘেরা। যারা আজাদির কথা বলেন, ভুল করছেন।
কয়েকদিন আগেই কাশ্মীরের স্বশাসন নিয়ে জোরাল সওয়াল করেছিলেন ফারুক আবদুল্লা। তাঁর দাবি ছিল কাশ্মীরকে স্বশাসন দিলেই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান হবে। এবার তিনি বলেন, ভারত কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে জন্যই উপত্যকায় এত অশান্তি। যে ভালোবাসা নিয়ে কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল তার কোনও মর্যাদা দেয়নি ভারত। স্বশাসন আমাদের অধিকার। এতেই একমাত্র শান্তি ফিরবে।
আরও পড়ুন-চাপের মুখে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি  

 

.