Wagah border: ২০ ভারতীয় মৎস্যজীবীকে জেল মুক্তি পাকিস্তানের, হস্তান্তর ওয়াঘা সীমান্তে
সম্প্রতি ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে রবিবার ওয়াঘা সীমান্তে নিয়ে যাওয়া হবে।
![Wagah border: ২০ ভারতীয় মৎস্যজীবীকে জেল মুক্তি পাকিস্তানের, হস্তান্তর ওয়াঘা সীমান্তে Wagah border: ২০ ভারতীয় মৎস্যজীবীকে জেল মুক্তি পাকিস্তানের, হস্তান্তর ওয়াঘা সীমান্তে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/14/354061-pak.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের লান্ধি জেলে বন্দী থাকার পর সম্প্রতি ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে রবিবার ওয়াঘা সীমান্তে মুক্তি দেওয়া হবে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে তাঁদের। শনিবার একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের জেল থেকে মুক্তি দেওয়ার পর ভারতের এই পাঞ্জাব সীমান্তে হস্তান্তরিত করা হবে তাদের।
এই ২০ জন গুজরাটের বাসিন্দা এবং অন্য ৩৫০ জন ভারতীয় মৎস্যজীবী যারা তাদের জেলের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তীতে মুক্তি পাবে, রবিবার সকালে ওয়াঘা-আটারি সীমান্তে নিয়ে যাওয়া হবে তাদেক। ঘটনাটি জানিয়েছে একজন ভারতীয় জেল কর্মকর্তা।
আরও পড়ুন, গোয়ায় এবার 'দুয়ারে সরকার'? উদ্বোধনে BJP-র মুখ্যমন্ত্রী
ইধি ট্রাস্ট ফাউন্ডেশন, একটি সামাজিক কল্যাণ সংস্থা, ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে ওয়াঘা সীমান্তে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রয়াত আবদুল সাত্তার ইধির ছেলে পুরস্কার বিজয়ী সমাজসেবক ফয়সাল ইধি বলেন, ফাউন্ডেশন ভারতীয় মৎস্যজীবীদের বাসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং তাদের উপহার ও কিছু নগদও দেবেন।