পাক গুরুদ্বারায় পুণ্যার্থীদের সঙ্গে সাক্ষাতে ভারতীয় রাষ্ট্রদূতকে বাধা দিল পাকিস্তান
পঞ্জাব প্রদেশের পঞ্জা সাহিব গুরুদ্বারায় ভারতীয় পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি ভারতের রাষ্ট্রদূতকে।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুরদ্বারায় ভারতীয় পুণ্যার্থীদের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেখা করার অনুমতি দিল না পাকিস্তান। আর এই ঘটনায় দিল্লিতে পাক রাষ্ট্রদূত সৈয়দকে সমন পাঠিয়েছে কেন্দ্র। ভিয়েনা প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে বলে দাবি বিদেশমন্ত্রকের।
বিদেশমন্ত্রক জানিয়েছে, পঞ্জাব প্রদেশের পঞ্জা সাহিব গুরুদ্বারায় ভারতীয় পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি ভারতের রাষ্ট্রদূতকে। অথচ তাঁকে সফর-অনুমতি দিয়েছিল পাক বিদেশমন্ত্রকই। পাক রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এনিয়ে দ্বিতীয়বার ভারতীয় নাগরিক পুণ্যার্থীদের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতে বাধাদান করল পাকিস্তান।
India lodges strong protest at denial of access to the Indian High Commissioner and consular officials of the Indian High Commission to the visiting Indian pilgrimshttps://t.co/MaZWoxwedH
— India in Pakistan (@IndiainPakistan) June 23, 2018
মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনশোরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে পাকিস্তান। দুদেশের ১৯৭৪ সালের প্রোটোকল অনুযায়ী, প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উত্সবে শিখ পুণ্যার্থীদের সে দেশের ভিসা দেয় পাকিস্তান।
আরও পড়ুন- মিথ্যা, বিভ্রান্তি ও নিরাশা ছড়াচ্ছে বিরোধীরা: মোদী