কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘে তুলে চায় পাকিস্তান, ‘সময় নষ্ট’ বলে কটাক্ষ ভারতের
ওয়েব ডেস্ক: রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু তুলতে চাইছে পাকিস্তান। ইসলামাবাদের এই উদ্যোগকে কড়া ভাষায় কটাক্ষ করল ভারত।
কাশ্মীর ইস্যু প্রসঙ্গে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৌয়দ আকবরউদ্দিন বলেন, আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে কয়েক দশক আলোচনাই হয়নি। এখন ব্যাপারটা কেউ যদি রাষ্ট্রসংঘে তোলে তা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।
Since 40 yrs it was never discussed formally at UN. If someone raises it they're wasting time-Syed Akbaruddin on if Pak raises Kashmir issue pic.twitter.com/VemWEtNxUb
— ANI (@ANI) September 17, 2017
সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানে পাকিস্তান কাশ্মীর ইস্যু তুলতে পারে। এনিয়ে বলতে গিয়ে আকবরউদ্দিন বলেন, আমি আমাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত। আমরা আগামির দিকে তাকিয়ে থাকি। কেউ যদি গতকালের কথা মাথায় রেখে চলে তাহলে তারা বিগত দিনের মানুষ। ভারতের ভাঁড়ারে রয়েছে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সংস্কারের মতো ইস্যু।
Reforms, terrorism, climate change&peacekeeping will be our focus areas at UNGA: India's permanent representative at UN, S.Akbaruddin in NY pic.twitter.com/z6MSlHPxBS
— ANI (@ANI) September 17, 2017
এখানেই থেমে থাকেননি আকবরউদ্দিন। বলেন, যে বিষয়টি গত কয়েক দশক ধরে রাষ্ট্রসংঘে ওঠেনি তা তুলতে চাইছে পাকিস্তান। এটা পাকিস্তানের বিষয়। তবে গোটা ব্যাপারটা ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’-এর মতো।