সীমানায় উত্তেজনা বাড়িয়ে ফের পাক সেনার গুলি
শনিবার সকাল। ফের একবার ভারী গুলির হানা জম্মু-কাশ্মীরে সীমান্তে। শনিবার সকাল থেকে পুঞ্চ সেক্টরে ওপার থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ক্রমাগত গুলি আর এর পি জি ছোঁড়া হচ্ছে বলে খবর। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে আজ সকাল ৭ টা থেকে পুঞ্চের শাহপুরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। গতকালও শান্তি চুক্তি ভঙ্গ করে পাক সেনার তরফে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।
শনিবার সকাল। ফের একবার ভারী গুলির হানা জম্মু-কাশ্মীরে সীমান্তে। শনিবার সকাল থেকে পুঞ্চ সেক্টরে ওপার থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ক্রমাগত গুলি আর এর পি জি ছোঁড়া হচ্ছে বলে খবর। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে আজ সকাল ৭ টা থেকে পুঞ্চের শাহপুরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। গতকালও শান্তি চুক্তি ভঙ্গ করে পাক সেনার তরফে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।
এই মাসে ক`বার সীমান্তে গুলি চলল:
২২ জুলাই: পুঞ্চের এল ও সি তে গুলি চলে। সীমানার দায়িত্বে থাকা ভারতীয় সেনা পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।
৩ জুলাই: এক পাক অনধিকারপ্রবেশকারী আই ই ডি বিস্ফোরণে মারা গেলে, তাঁর দেহ আনতে যান এক ভারতীয় জওয়ান। সেই সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়।
৮ জুলাই: ফের ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চলে সীমান্তে।
১২ জুলাই: জম্মু জেলার পিনাডি বর্ডারে গুলি চলে। পাক সেনার নিশানা ছিল ভারতীয় পোস্ট।