J&K: Afghanistan নিয়ে উজ্জীবিত জঙ্গিরা, Kashmir-এ বড় হামলার ছক জইশ-লস্কর-হিজবুলের

কাশ্মীরে ঢুকেছে ৫ জঙ্গি: গোয়েন্দা সূত্র

Updated By: Aug 31, 2021, 01:00 PM IST
J&K: Afghanistan নিয়ে উজ্জীবিত জঙ্গিরা, Kashmir-এ বড় হামলার ছক জইশ-লস্কর-হিজবুলের

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের (Afghanistan) দখল নিয়েছে তালিবান (Taliban)। শীঘ্রই গঠিত হতে চলেছে জেহাদি সরকার। এই পরিস্থিতিতে উজ্জীবিত জঙ্গি (Terrorist) সংগঠনগুলো। সূত্রের খবর, আফগানিস্তানে (Afghanistan) তালিবান সরকার প্রতিষ্ঠা হতে দেখে কাশ্মীর দখলের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে পাক সন্ত্রাসবাদী সংগঠনগুলো। সেজন্য কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় হামলার ছক কষছে তারা।

গোয়েন্দা সূত্রে খবর (Intelligence sources), গত ১৫ দিনে অন্তত ১০বার সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে পাক জঙ্গিরা (Pak Terrorist)। নিয়ন্ত্রণ রেখার ওপাড়ে পাক সেনার মদতে জড়ো হতে শুরু করেছে লস্কর (LeT), জইশ (JeM), হিজবুল (HM) জঙ্গিরা। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় হামলার এলার্ট জারি হয়েছে। গ্রানেড বা IED হামলা, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে টার্গেট করা হতে পারে হাই-সিকিউরিটি জোনগুলোকে।

আরও পড়ুন: Janmashtami: ৩২ বছর পর কাশ্মীরের হান্ডওয়াড়ায় শোভাযাত্রা, শ্রীনগরেও নগরকীর্তন

আরও পড়ুন: UP: ফের এনকাউন্টার যোগীর পুলিসের, পিস্তল ছিনিয়ে নাকি পালাচ্ছিল দুষ্কৃতী!

গোয়েন্দা রিপোর্ট (Intelligence sources) উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য়। যেখানে বলা হয়েছে, সম্ভবত ভারতে (India) প্রবেশ করেছে জইশ-ই-মহম্মদের (JeM) ৫ জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর দিয়ে রাতের অন্ধকারে পুঞ্চ জেলার মেন্ধার এলাকায় প্রবেশ করেছে তারা। এক আধিকারিক জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হয়েছে জঙ্গিরা। উপত্যকার যুবদের উদ্দেশে উস্কানিমূলক বার্তা দিতে দেখা যাচ্ছে তাদের। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে জেহাদি বার্তা। চলছে মগজধোলাই।    

.