ভারতের প্রত্যাঘাতের মুখে বেসামাল পাকিস্তান, হামলা বন্ধের জন্য কাকুতিমিনতি

 প্রত্যাঘাতের ১৯ সেকেন্ডের একটি থার্মাল ভিডিও প্রকাশ করেছে বিএসএফ। 

Updated By: May 20, 2018, 03:45 PM IST
ভারতের প্রত্যাঘাতের মুখে বেসামাল পাকিস্তান, হামলা বন্ধের জন্য কাকুতিমিনতি

নিজস্ব প্রতিবেদন: ভারতের কড়া জবাবের মুখে কাকুতি-মিনতি করতে শুরু করল পাকিস্তান। রবিবার জম্মু-কাশ্মীরে  আন্তর্জাতিক সীমান্তে পাক রেঞ্জার্সকে লক্ষ্য করে জবাবি গুলিবর্ষণ শুরু করে ভারতীয় সেনা। 

এদিনের প্রত্যাঘাতের ১৯ সেকেন্ডের একটি থার্মাল ভিডিও প্রকাশ করেছে বিএসএফ। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, জম্মুতে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্স। তাদের যোগ্য জবাব দিয়েছে সেনা। তাতে ধ্বংস হয়েছে সীমান্তের ধারে পাক সেনা ছাউনি। বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় সেনাকে গুলিবর্ষণ বন্ধের অনুরোধ করেছে পাক রেঞ্জার্স।

বিএসএফ আধিকারিক জানিয়েছেন,  গত তিন দিন ধরে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছিল পাক রেঞ্জার্স। বিএসএফের পাল্টা জবাবের মুখে বাধ্য হয়ে সংঘর্ষবিরতির আবেদন করেছে তারা। জম্মুতে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই জওয়ান। নিহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও। জখম আরও অনেকে।   

.