রেকর্ড আক্রান্ত, রেকর্ড মৃত্যু! করোনায় কাঁপছে ভারত

 গত ২৪ ঘন্টাতেই সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯ হাজার ৩০৪। যা এ পর্যন্ত সর্বোচ্চ। ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Updated By: Jun 4, 2020, 10:54 AM IST
রেকর্ড আক্রান্ত, রেকর্ড মৃত্যু! করোনায় কাঁপছে ভারত

নিজস্ব প্রতিবেদন: আর কত! বিশ্বকে নিয়ে যেন মৃত্যু খেলা খেলছে নোভেল করোনা। দেশের হালও বেহাল। রোজ রোজ নতুন রেকর্ড! আক্রান্তের সংখ্যা রোজ ছাপিয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টাতেই সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯ হাজার ৩০৪। যা এ পর্যন্ত সর্বোচ্চ। ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সারা দেশে করোনার বলি ৬ হাজার ৭৫। যদিও এখন দেশে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৪৮ শতাংশ। ১ লক্ষ ৪ হাজার ১০৭ জন সুস্থও হয়ে উঠেছেন কিন্তু তাতেও সংক্রমণের গতি কমছে না।
দেশে সবচেয়ে করোনা বিধ্বস্ত তিনটি রাজ্য হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি। মহারাষ্ট্রে শুধু বুধবারই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৬ জন। মৃত্যু ১২২ জনের। যা মহারাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি।

আরও পড়ুন: করোনা রুখবে 'গেম চেঞ্জার!' হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা রাখল 'হু'

তামিলনাড়ুতেও একদিনে সর্বোচ্চ এক হাজারেরও বেশই করোনা আক্রান্তর হদিশ মিলেছে। যার দরুন সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দিল্লির অবস্থাও  শোচনীয়। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ২৩,৬৪৫।
নতুন করে ভয় বাড়াচ্ছে উপসর্গহীন করোনা বাহকরা। যাদের অ্যাসিম্পটমেটিক বলা হচ্ছে। অসমের প্রায় ৯০ শতাংশ রোগীই অ্যাসিম্পটমেটিক। বন্যা বিধ্বস্ত সে রাজ্যেও গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৬৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
গোটা বিশ্বে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬৫ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৮ হাজারেরও বেশি মানুষের। করোনা থাবায় জর্জরিত গোটা বিশ্ব এখন চাতক পাখির মতো প্রতিষেধকের অপেক্ষায় লড়াই চালাচ্ছে। কিন্তু কোথায় প্রতিষেধক!

.