একদিনে ১৮ হাজার আক্রান্ত, দেশে কোভিডের কবলে মোট ৫ লাখ
এখন ভারতে মোট সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭।
নিজস্ব প্রতিবেদন: ৬ দিন আগেই ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষের আশেপাশে ছিল। এখন ৫ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। যা একদিনের নিরিখে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় মোট প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন।
এখন ভারতে মোট সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭। এ পর্যন্ত দেশে নোভেল হানায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৬৮৫। এমনটাই তথ্য মিলেছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
বিগত ৮ দিন ধরেই লাগাতার ১৪ হাজারের বেশি করোনা আক্রান্তর খোঁজ মিলেছে সারা দেশ জুড়ে। তবে গত ২৪ ঘন্টায় ১৮ হাজার করোনা আক্রান্তের হদিশ সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
এখনও দেশে করোনা হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫। মোট প্রাণ হারিয়েছেন ৭ হাজার ১০৬ জন। সেখানে মৃত্যুর হার ৪.৬৫ শতাংশ।
রাজধানীরও হাল খারাপ। দিল্লি করোনা বিধ্বস্ত শহর হিসেবে মুম্বইকেও ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ৭৭ হাজার ২৪০। সেখানে এ পর্যন্ত মোট ২ হাজার ৪৯২ জন প্রাণ হারিয়েছেন।
এরপরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৭৪ হাজার ৬২২। মোট প্রাণ হারিয়েছেন ৯৫৭ জন। এরপরই স্থান গুজরাটের। করোনা বিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে সপ্তম স্থান পশ্চিমবঙ্গের। বঙ্গে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ১৯০। প্রাণ হারিয়েছেন ৬১৬ জন। সারা দেশে এ পর্যন্ত করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮০ জন।
আরও পড়ুন: গায়ের জোরে সীমান্তে স্থিতাবস্থার বদল করতে চাইলে অভিঘাত অনিবার্য, চিনকে হুঁশিয়ারি ভারতের