টোকাটুকি বন্ধ করতেই উধাও ১০ লক্ষ পরীক্ষার্থী

উত্তর প্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার ৪ দিনের মধ্যেই হাওয়া কমপক্ষে ১০ লক্ষ পরীক্ষার্থী

Updated By: Feb 10, 2018, 05:39 PM IST
টোকাটুকি বন্ধ করতেই উধাও ১০ লক্ষ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন:  বোর্ডের পরীক্ষায় টুকলি রুখতে কড়া ব্যবস্থা নিতেই আতঙ্ক ছড়াল অসাধু পরীক্ষার্থীদের মধ্যে। এবছর উত্তর প্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার ৪ দিনের মধ্যেই হাওয়া কমপক্ষে ১০ লক্ষ পরীক্ষার্থী। দেখে চোখ কপালে উঠেছে প্রশাসনের।

এ বছর রাজ্যের ৬৬ লাখ পরীক্ষার্থী দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসার কথা ছিল। পরীক্ষা শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি। অর্থাৎ দেখা ‌যাচ্ছে পরীক্ষা শুরুর ৪ দিনের মধ্যেই কমপক্ষে ১৫ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছেন না। গত বছর এই সংখ্যাটা ছিল ৫ লাখ।

শুক্রবার উত্তর প্রদেশে দশম শ্রেণির বোর্ডের ইংরেজি পরীক্ষা ছিল। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছিল অংক। এদিনই ওই বিপুল অনুপস্থিতির সংখ্যা লক্ষ্য করা ‌যায়।

আরও পড়ুন-আমলাদের ঘায়েল করতে কবজির মোচড়ে স্পিনের অনুশীলন পেস বোলারদের   

উল্লেখ্য, ২০১৬ সালে উত্তর প্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ৬.৪ লাখ। এবছর সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল। টুকলির বিরুদ্ধে ১৯৯১ ও ১৯৯২ সালে প্রথম অভি‌যান শুরু করেন রাজনাথ সিং। সে সময় তিনি উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী। পরপর দুবছর পরীক্ষা দেয়নি ‌যথাক্রমে ১.৩ লাখ ও ১.৬ লাখ পরীক্ষার্থী।

.