সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে CBI। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীর্ষ আদালতে প্রভাবশালী তত্ত্বকেই যুক্তি হিসেবে খাড়া করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জামিনে মুক্তি পাওয়ার পর  সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রবিবার রাতেই কলকাতায় আনা হয়। আপাতত তিনি ভর্তি রয়েছেন অ্যাপোলো হাসপাতালে। হৃদরোগ বিশেষজ্ঞ রবীন চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল সাংসদ।

Updated By: May 23, 2017, 08:49 AM IST
 সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

ওয়েব ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে CBI। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীর্ষ আদালতে প্রভাবশালী তত্ত্বকেই যুক্তি হিসেবে খাড়া করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জামিনে মুক্তি পাওয়ার পর  সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রবিবার রাতেই কলকাতায় আনা হয়। আপাতত তিনি ভর্তি রয়েছেন অ্যাপোলো হাসপাতালে। হৃদরোগ বিশেষজ্ঞ রবীন চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা ঠুকলেন অরুণ জেটলি

এখন দেখার যে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে আজ সুপ্রিম কোর্টে সিবিআই গেলে, তারপর কী দাঁড়ায়। প্রসঙ্গত, দীর্ঘদিন পর মূলত অসুস্থতার কারণেই জামিন পেয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন  নওগাঁওয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা

.