ঘরে ফেরানোর নামে জোর করে ধর্মান্তরণ করাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, অভিযোগ বিরোধীদের

ধর্মান্তরণ ইস্যুতে দেশজোড়া বিতর্কের মাঝেই ঘর বাপসি কর্মসূচি জারি রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাতে আদিবাসী সম্প্রদায়ের একশোজন ক্রিশ্চিয়ানকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু করা হল।

Updated By: Dec 21, 2014, 03:19 PM IST

নয়াদিল্লি: ধর্মান্তরণ ইস্যুতে দেশজোড়া বিতর্কের মাঝেই ঘর বাপসি কর্মসূচি জারি রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাতে আদিবাসী সম্প্রদায়ের একশোজন ক্রিশ্চিয়ানকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু করা হল। ভালসাদের অরণি গ্রামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। VHP-এর দাবি, ধর্মান্তরিত সকলেই অতীতে হিন্দু ছিলেন। তাঁরা নিজেদের সম্প্রদায়ে ফেরত আনা হল। ধর্মান্তরণ হওয়ার জন্য ওই একশোজন আদিবাসীকে মোটা টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।  

এই খবর প্রকাশ্যে আসার পরই বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ""ধর্মান্তরণ বিরোধী আইনে আমার কোনও আপত্তি নেই। VHP ও বজরঙ্গদল একই কাজ করছে।''

তিনি টুইট করেন

 

.