ঘরে ফেরানোর নামে জোর করে ধর্মান্তরণ করাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, অভিযোগ বিরোধীদের
ধর্মান্তরণ ইস্যুতে দেশজোড়া বিতর্কের মাঝেই ঘর বাপসি কর্মসূচি জারি রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাতে আদিবাসী সম্প্রদায়ের একশোজন ক্রিশ্চিয়ানকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু করা হল।
নয়াদিল্লি: ধর্মান্তরণ ইস্যুতে দেশজোড়া বিতর্কের মাঝেই ঘর বাপসি কর্মসূচি জারি রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাতে আদিবাসী সম্প্রদায়ের একশোজন ক্রিশ্চিয়ানকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু করা হল। ভালসাদের অরণি গ্রামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। VHP-এর দাবি, ধর্মান্তরিত সকলেই অতীতে হিন্দু ছিলেন। তাঁরা নিজেদের সম্প্রদায়ে ফেরত আনা হল। ধর্মান্তরণ হওয়ার জন্য ওই একশোজন আদিবাসীকে মোটা টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
এই খবর প্রকাশ্যে আসার পরই বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ""ধর্মান্তরণ বিরোধী আইনে আমার কোনও আপত্তি নেই। VHP ও বজরঙ্গদল একই কাজ করছে।''
তিনি টুইট করেন
Personally I have no problem on Anti Conversion Law because VHP and Bajrang Dal is doing just that. Conversion by force and inducement.
— digvijaya singh (@digvijaya_28) December 21, 2014
RSS wants Anti Conversion Law against conversion by force and inducement . Are they sure? Would they treat Ghar Vapsi as Conversion ?
— digvijaya singh (@digvijaya_28) December 21, 2014
Extreme Right Wing is flexing its Muscles.VHP/RSS through Hindutatva and their Organisations through rewriting History and Economic Policies
— digvijaya singh (@digvijaya_28) December 21, 2014