বুধবার রাত থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে রেলের অনলাইন টিকিট বুকিং

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল প‌র্যন্ত কয়েক ঘণ্টা বন্ধ থাকছে রেলের অনলাইন বুকিং পরিষেবা। ফলে জরুরি প্রয়োজনে ট্রেনযাত্রা করার সম্ভাবনা থাকলে আগেভাগে টিকিট কেটে রাখা ভালো।

Updated By: May 2, 2018, 01:23 PM IST
বুধবার রাত থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে রেলের অনলাইন টিকিট বুকিং

নিজস্ব প্রতিবেদন: বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল প‌র্যন্ত কয়েক ঘণ্টা বন্ধ থাকছে রেলের অনলাইন বুকিং পরিষেবা। ফলে জরুরি প্রয়োজনে ট্রেনযাত্রা করার সম্ভাবনা থাকলে আগেভাগে টিকিট কেটে রাখা ভালো।

আরও পড়ুন-‘একবার দেখা করতে এসো...’ প্রিন্সেপ ঘাটে প্রেমিকাকে ডেকেই ক্ষুর চালাল প্রেমিক!
আইআরসিটিসি তরফে জানানো হয়েছে বুধবার রাত ১০.৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা প‌র্যন্ত আইআরসিটিসির ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সার্ভিস থেকে ট্রেনের টিকিট বুক করা ‌যাবে না। টিকিট ক্যানসেল কারও ‌যাবে না। ওই সময়ে রেলের আইভিআরএস টাচ স্ক্রিন ও ১৩৯ নম্বরের পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে  রেলের অন্যান্য অ্যাপও। পরিষেবা বন্ধ থাকবে ৬ ঘণ্টারও বেশি।
কেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে? 

আরও পড়ুন-মুখে লজেন্স পুরে শিশুকে যৌন নির্যাতন, পায়ে বিড়ির ছ্যাঁকা ‘কাকু’র
জানা যাচ্ছে রেল তার ‌আসন সংরক্ষণ ব্যবস্থা আপডেট করছে। এতে সাইটটি আরও উন্নত হবে। এছাড়াও সাইটে কিছু নতুন ফিচার ‌যোগ করা হচ্ছে। মূলত অনলাইনে টিকিট কাটার সময়ে পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্যই সিস্টেম আপডেট বলে রেলের তরফে জানানো হয়েছে। 

 

.