এক টাকাইতেই পেট ভরতে পারে এক জনের: ফারুক আবদুল্লা

রাজ বব্বর, রশিদ মাসুদের পর এবার কেন্দ্রীয় নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রী ফারুক আবদুল্লা। বুধবার রাজ বব্বর বলেছিলেন ১২টাকাতেই একজনের পেট পুরে ডাল সবজি ভাত জোটে মুম্বইতে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা মাসুদ জানান ৫ টাকা দিলে দিল্লিতে ভাল ভাবেই খানার জোগান হয়। আজ আরও এক ধাপ এগিয়ে ফারুক আবদুল্লা জানালেন মাত্র এক টাকাতেই নাকি হতে পারে একজনের উদরপূর্তি!

Updated By: Jul 26, 2013, 06:38 PM IST

রাজ বব্বর, রশিদ মাসুদের পর এবার কেন্দ্রীয় নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রী ফারুক আবদুল্লা। বুধবার রাজ বব্বর বলেছিলেন ১২টাকাতেই একজনের পেট পুরে ডাল সবজি ভাত জোটে মুম্বইতে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা মাসুদ জানান ৫ টাকা দিলে দিল্লিতে ভাল ভাবেই খানার জোগান হয়। আজ আরও এক ধাপ এগিয়ে ফারুক আবদুল্লা জানালেন মাত্র এক টাকাতেই নাকি হতে পারে একজনের উদরপূর্তি!
শুক্রবার ফারুক আবদুল্লা বলেন `` ইচ্ছা থাকলে এক টাকাতেই একজনের খাওয়ার জোগান হতে পারে। পুরো ব্যপরটাই নির্ভর করছে সামর্থ অনুযায়ী কে কীভাবে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে তার উপর।``
দেশে কমছে দরিদ্রের সংখ্যা। যোজনা কমিশনের এই দাবিকে ঘিরেই তোলপাড় জাতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে ইউপিএ সরকারের ভাবমূর্তি স্বচ্ছ প্রমাণ করতেই সামনে আনা হয়েছে এই পরিসংখ্যান। আর এই ইস্যুতে বিরোধীদের পাশে দাঁড়িয়েছে ইউপিএ-র অন্যতম শরিক এনসিপি-ও।
যোজনা কমিশনের নতুন রিপোর্ট অনুযায়ী গত সাত বছরে দেশে দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা একলাফে ৩৭.২% থেকে কমে দাঁড়িয়েছে ২১.৯%। এই রিপোর্টে দিনে ৩৩টাকা বা তার বেশি ব্যয় করেন এমন ব্যক্তিকে দারিদ্রসীমার উর্দ্ধে রাখা হয়েছে।
আর এই ঘোষণার পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্র। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তার বাস্তবতা নিয়েই প্রশ্ন তোলে বিজেপি। বিজেপি দাবি করে দেশের বর্তমান দ্রবমূল্য বৃদ্ধি সম্পর্কে ইউপিএ সরকারের বাস্তব কোনও ধারণাই নেই।

স্বভাবতই অস্বস্তি কাটাতে ময়দানে নামে কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররা। দেশের মানুষ কত সুখে সহজে পেট পুরে খেতে পারেন সেটা বোঝাতে কংগ্রেস মুখপাত্র রাজ বব্বর মুম্বইয়ে ১২ টাকায় সম্বর, সবজি, ভাতের থিয়োরি দেন। বিতর্ক থামার বদলে কয়েক গুণ বৃদ্ধি পায়।
বাজ বব্বরের এহেন মন্তব্যকে পক্ষান্তরে সমর্থন জানিয়ে রশিদ মাসুদ বৃহস্পতিবার জানান মুম্বইয়ের কথা তাঁর জানা না থাকলেও দিল্লি জামা মসজিদ চত্ত্বরে নাকি মাত্র ৫টাকা খরচ করলেই পেট ভর্তির উপাদান পাওয়া যায়।
মাসুদের এই মন্তব্যের পর রে রে করে ওঠেন বিরোধীরা। ছি ছি পড়ে যায় দেশ জুড়ে। মিডিয়া ব্যস্ত হয়ে ওঠে জামা মসজিদ আর মুম্বইয়ের ফুটপাথে পেট ভরতে নুন্যতম কত খরচ হয় তার পোস্টমর্টেম-এ।
সেই ময়নাতদন্তের রিপোর্টের জেরে আজ রাজ ব্ববর ঢোক গিলতে বাধ্য হয়েছেন। স্বীকার করে নিয়েছেন কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।
কিন্তু আজ বিতর্কের আগুনে কয়েক মণ ঘি চরিয়ে ফারুক আবদুল্লার এক টাকায় পেট ভরার যে `অসাধারণ` থিয়োরি যে আরও বেশ কয়েকদিন দারিদ্র ইস্যুকে চাঙ্গা রাখবে, তা বলাই বাহুল্য।

.