সোশ্যাল মিডিয়ায় মোদীর 'আপত্তিজনক' ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার আসলাম খান

নরেন্দ্র মোদীর 'আপত্তিজনক' ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশের বানমোর থেকে গ্রেফতার করা হল বছর পঁচিশের আসলাম খানকে। জানা যাচ্ছে ছবি মুহূর্তে 'ভাইরাল' হয়ে যায়।

Updated By: Nov 26, 2016, 05:32 PM IST
সোশ্যাল মিডিয়ায় মোদীর 'আপত্তিজনক' ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার আসলাম খান

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদীর 'আপত্তিজনক' ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশের বানমোর থেকে গ্রেফতার করা হল বছর পঁচিশের আসলাম খানকে। জানা যাচ্ছে ছবি মুহূর্তে 'ভাইরাল' হয়ে যায়।

ধৃত ওই যুবক একটি মোবাইলের দোকান চালান। সোশ্যাল নেটওয়ার্কিয় সাইটে দেশের প্রধানমন্ত্রীর 'আপত্তিজনক' ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বানমোরের এসডিপিও আত্মারাম শর্মা।

আরও পড়ুন- "পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার ক্ষমতাই ভারতের নেই" : ফারুক আব্দুল্লা

ওই পোস্টটি বেশ কিছু বিজেপি সমর্থকের চোখে পড়তেই তাঁরা স্থানীয় প্রশাসনের সামনে প্রতিবাদ মঞ্চস্থ করেন। অবশেষে আসলামকে গ্রেফতার করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিস জানিয়েছে গোটা বিষয়টিতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে জবাব দিল কেন্দ্র

.