ফের একবার মাসুদ আজাহারকে বাঁচাল চিন, তীব্র প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের
এর পর হতাশা প্রকাশ করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'এই ঘটনায় আমরা হতাশ। এই সিদ্ধান্তে ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এর জঙ্গিহানার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদের এমন এক ঘোষিত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল পদক্ষেপ করতে বাধা পাবে।'
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসংঘে ফের একবার মাসুদ আজাহারকে 'বিশ্ব সন্ত্রাসবাদী' ঘোষণায় বাধা হয়ে দাঁড়াল চিন। ভারত, মার্কিনযুক্তরাষ্ট্র, ফ্রান্স-সহ গোটা বিশ্ব প্রস্তাবের পক্ষে সায় দিলেও চিনের বাধায় চতুর্থবার বেঁচে গেল মাসুদ আজাহার। ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
পুলওয়ামা হামলার পর মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে ফের একবার কোমর বেঁধে নামে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো শক্তিধর রাষ্ট্রের সমর্থন আদায় করে নেয় নয়া দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত চিনের বাধায় ফের একবার ব্যর্থ হল ভারতের সব চেষ্টা।
মাসুদ আজাহারকে নিষিদ্ধ করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আল কায়দা নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিতে একযোগে প্রস্তাব পেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক সদস্য প্রস্তাবটির ওপর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।'
এর পর হতাশা প্রকাশ করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'এই ঘটনায় আমরা হতাশ। এই সিদ্ধান্তে ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এর জঙ্গিহানার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদের এমন এক ঘোষিত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল পদক্ষেপ করতে বাধা পাবে।'
বিশ্বজুড়ে আচমকাই বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম!
ওদিকে মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, 'পাক মাটিতে জঙ্গিদের বিরুদ্ধে ইসলামাবাদ যতক্ষণ না কোনও দৃঢ় পদক্ষেপ করতে ততক্ষণ তাদের সঙ্গে কোনও আলোচনায় যাবে না ভারত।' বুধবার দিল্লিতে এক সম্মেলনে তিনি বলেন, 'কিছু মানুষ বলেন ইমরান খান সজ্জন ব্যক্তি বলেন। তিনি সত্যিই সজ্জন হয়ে থাকলে মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিন।'