বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে করোনা মুক্ত ভারতের ডাক দিলেন নমো!
আগের দিন রাত ৯ টায় একতার বার্তা জানাতে ৯ মিনিট ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আর্জি জানিয়েছিলেন নমো
নিজস্ব প্রতিবেদন: বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে করোনা রোখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দলের কর্মীদের এই অসময়ে সব দেশবাসীর পাশে দাঁড়াতে অনুরোধ করলেন নমো। এর সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলতেও আর্জি জানালেন নরেন্দ্র মোদী।
একাধিক টুইট করে নমো জানিয়েছেন, বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস করোনা যুদ্ধে উৎসর্গিত। বিজেপির কার্যকর্তাদের দলীয় সভাপতি জেপি নাড্ডার নিদান মেনে চলতেও অনুরোধ করেছেন নরেন্দ্র মোদী। টুইট করে নমো ভারতকে করোনা মুক্ত করারও ডাক দিয়েছেন।
भाजपा के स्थापना दिवस पर @BJP4India के सभी कार्यकर्ताओं को बहुत-बहुत शुभकामनाएं। इस अवसर पर उन सबको मेरी विनम्र श्रद्धांजलि, जिन्होंने अपने खून-पसीने से पार्टी को सींचा। उनकी वजह से ही भाजपा को आज देशभर में करोड़ों भारतीयों की सेवा करने का अवसर मिला है। #BJPat40
— Narendra Modi (@narendramodi) April 6, 2020
আগের দিন রাত ৯ টায় একতার বার্তা জানাতে ৯ মিনিট ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আর্জি জানিয়েছিলেন নমো। ডাকে সাড়া দিয়ে সারা দেশ জুড়ে পালিত হয়েছে সেই কর্মসূচি। যদিও এমনও জল্পনা শোনা গিয়েছিল, ৪০ তম প্রতিষ্ঠা দিবসের আগে এই উদযাপন বিজেপির কৌশল। কিন্তু এই ধারণাকে গুরুত্ব না দিয়ে আজ নমো জানালেন, বিজেপি সবসময় গরিবের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছে। এবং বিজেপির কার্যকর্তারা সমাজসেবার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন।
भाजपा का 40वां स्थापना दिवस ऐसे समय में आया है, जब देश COVID-19 से लड़ रहा है। मैं कार्यकर्ताओं से आग्रह करता हूं कि वे पार्टी अध्यक्ष @JPNadda जी के दिशानिर्देशों का पालन करें और सोशल डिस्टेंसिंग के साथ जरूरतमंदों की मदद करें। एकजुट होकर भारत को COVID-19 से मुक्त करें। #BJPat40 pic.twitter.com/hvI6ZxNM4B
— Narendra Modi (@narendramodi) April 6, 2020
প্রসঙ্গত ১৯৮০ সালে প্রতিষ্ঠা হয় বিজেপি। ১৯৭৭ সালে জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসে জনসঙ্ঘ। ১৯৮৪ সালে প্রথম লোকসভা ভোটে লড়ে বিজেপি এবং মাত্র ২ আসনে জয় পায়। কিন্তু শক্তি বৃদ্ধি করে ২০১৪ ও ২০১৯ পরপর দু’বার একক সংখ্যা গরিষ্ঠতায় লোকসভা ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি।