'ইতিহাস' সৃষ্টিকারী এই যুবকের নাকি এটাই পেশা!
গত কয়েক মাস ধরেই খবর ছিল পুলিসের কাছে। কিন্তু, তার প্রোফাইলের কাছে এক প্রকার হার মেনেছিল প্রশাসন। হুট করে এমন একজন মানুষকে প্রমাণ ছাড়া কী করে গ্রেফতার করা যায়? অবশেষে ধরা পড়ল সে।
ওয়েব ডেস্ক : গত কয়েক মাস ধরেই খবর ছিল পুলিসের কাছে। কিন্তু, তার প্রোফাইলের কাছে এক প্রকার হার মেনেছিল প্রশাসন। হুট করে এমন একজন মানুষকে প্রমাণ ছাড়া কী করে গ্রেফতার করা যায়? অবশেষে ধরা পড়ল সে।
কে সেই হাইপ্রোফাইল অপরাধী? চলুন তার বায়োডাটাটা দেখে নেওয়া যাক। বায়োডাটা দেখলে রীতিমতো ভিরমি খাওয়া জোগাড় হবে আপনার!
নাম- সতেন্দ্র সিং শেখাওয়াত
বয়স- ৩৫ থেকে ৪০
শিক্ষাগত যোগতা- MBA(মার্কেটিং)
অতিরিক্ত যোগ্যতা- অনবরত ইংরাজিতে কথা বলতে পারা
আর পেশা? সেখানেই চমক!
দিল্লীর বিভিন্ন হোটেল থেকে গাড়ি চুরি করে বিক্রি করা। এবার নিশ্চই বুঝে গেছেন সে 'কত্ত বড় মাপে'র অপরাধী। 'শিক্ষিত' এই অপরাধীর কাজই ছিল দিল্লীর বড় বড় হোটেল থেকে বিলাসবহুল গাড়ি চুরি করা। পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত সে ২০টির বেশি গাড়ি চুরি করেছে। এর অধিকাংশই অডি, মারসেডিস বা বিএমডাব্লু-র মত বিলাসবহুল গাড়ি। তদন্তে আরও উঠে এসেছে যে গাড়িগুলি চুরে করে তা বিক্রি করে দিত শেখাওয়াত। আর সেই গাড়িগুলিকেই কাজে লাগিয়ে পাচার করা হত মাদক।