নোট বিভ্রাটে প্রাণ গেল বৃদ্ধের
পাঁচশো-হাজারি নোট বিভ্রাটে এবার প্রাণ গেল এক বছর তিয়াত্তরের বৃদ্ধের। ভিশ্বাস ভর্তক নামক ওই বৃদ্ধ প্রায় আধ ঘন্টা ধরে মহারাষ্ট্রের হরিওম নগরের একটি ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যান।
ওয়েব ডেস্ক: পাঁচশো-হাজারি নোট বিভ্রাটে এবার প্রাণ গেল এক বছর তিয়াত্তরের বৃদ্ধের। ভিশ্বাস ভর্তক নামক ওই বৃদ্ধ প্রায় আধ ঘন্টা ধরে মহারাষ্ট্রের হরিওম নগরের একটি ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যান।
আরও পড়ুন- জানেন কার কথায় ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করলেন মোদী?
এদিকে, সারা দেশসহ মাহারাষ্ট্র এবং মুম্বাইয়েও সাধারণ মানুষ বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার পর হত্যে দেন ব্যাঙ্কের দরজায় প্রতিটি এটিএমের সামনেও এঁকাবেঁকা দীর্ঘ লাইন চোখে পড়ে। সমস্যা আরও বেড়েছে বহু সংখ্যক এটিএম অকেজো ও অর্থশূন্য হয়ে পড়ায়। এই ধরেনের এটিএমগুলেকো 'ড্রাই এটিএম' বলা হচ্ছে, আর মহারাষ্ট্রে এই 'ড্রাই এটিএম' অভিযোগ সব থেকে বেশি আসছে দাদার, ওরলি, কান্দিভ্যালি ও ঘাটকিপারের মতো এলাকা থেকে।