করোনা-কালে কোথায় Amit Shah? খুঁজে দিন, দিল্লির থানায় 'মিসিং ডায়েরি' NSUI-র

দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিস থানায় ডায়েরি কংগ্রেসের ছাত্র সংগঠনের (NSUI)। 

Updated By: May 13, 2021, 08:41 PM IST
করোনা-কালে কোথায় Amit Shah? খুঁজে দিন, দিল্লির থানায় 'মিসিং ডায়েরি' NSUI-র

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) খুঁজে পাওয়া যাচ্ছে না। দিল্লি পুলিসের কাছে নিখোঁজ ডায়েরি করল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI)। পার্লামেন্ট স্ট্রিট পুলিস থানায় ডায়েরির পর ছাত্র সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক নাগেশ কারিয়াপ্পা দাবি করেছেন, করোনা পরিস্থিতিতে যখন দেশের নাগরিকরা বিপর্যস্ত, তখন নিখোঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।    

হঠাৎ 'মিসিং ডায়েরি' কেন? কারিয়াপ্পার যুক্তি,''অতিমারী পরিস্থিতিতে বেপাত্তা কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় ক্ষমতাবান ও দায়িত্বশীল মন্ত্রী। অমিত শাহ (Amit Shah) কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না শুধু বিজেপির? আমরা সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছি।'' এনএসইউআই-র জাতীয় সম্পাদক এবং মুখপাত্র লোকেশ চুঘ বলেন,''২০১৩ সাল পর্যন্ত নাগরিকদের প্রতি দায়িত্ববান ছিলেন রাজনীতিকরা। কিন্তু ২০১৪ সালে বিজেপি আসার পর পরিস্থিতি বদলে গিয়েছে।''

ডায়েরির পর চুঘ  ও কারিয়াপ্পার খোঁজে তাদের দলীয় কার্যালয়ে দিল্লি পুলিস এসেছিল বলে দাবি করেছে এনএসইউআই (NSUI)। যদিও পুলিসের দাবি, কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা কন্ট্রোলরুমে ফোন করে জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজ মিলছে না। বিষয়টি খতিয়ে দেখতে এনএসইউআই-র কার্যালয়ে গিয়েছিল পুলিস। এক পুলিস আধিকারিকের কথায়,''নিছক দুষ্টুমি করেছেন ছাত্র নেতারা। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে পুলিস কোনও পদক্ষেপ করবে না।'' 

আরও পড়ুন- পিএম কিষানে পাচ্ছেন অনেক কম, লড়াই না করলে এইটুকুও পেতেন না, চাষিদের চিঠি Mamata-র
 

.