তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ
ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে জোর করে ধর্মান্তিরত করার অভিযোগ উঠল। ধর্ষণ ও প্রতারণার ধারায় মামলা দায়ের।
নিজস্ব প্রতিবেদন: তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ উঠল দুবাই নিবাসী ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে। সফদার আব্বাস জইদির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার ধারায় মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিস।
ডিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছরের ওই তরুণী পুলিসকে জানিয়েছেন, সফদার আব্বাস জইদির সঙ্গে হায়দরাবাদের একটি সফটওয়্যার সংস্থায় কাজ করতেন তিনি। তখনই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে জোর করে ধর্মান্তিরত করেন সফদার। এরপর দুবাইয়ে যান তাঁরা। সবরকম ধর্মীয় আচার মানতে তাঁকে বাধ্য করা হয়। এমনকি হিজাবও পরেন। নাম পরিবর্তন করে ফাতিমা জেহরা হন তিনি। তবে ৪ বছর থাকার পরও তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন সফদার আব্বাস জইদি।
আরও পড়ুন- ইসলামে মসজিদ সরানোর বিধান রয়েছে: মৌলানা
হায়দরাবাদে ফিরে এসে জইদির নামে এফআইআর দায়ের করেছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, ধর্মান্তরিত করার জন্যই এই কৌশল নিয়েছিল সফদার। তাঁর নাম পরিবর্তন সংক্রান্ত নথিও পুলিসের কাছে জমা দিয়েছেন তিনি।