প্রখ্যাত সাহিত্যিক- সাংবাদিক খুশবন্ত সিং প্রয়াত
থামল পাকিস্তানের ট্রেন। প্রবীণ সাহিত্যিক -সাংবাদিক খুশবন্ত সিং প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। খুশবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের সাহিত্য মহলে শোকের ছায়া। ১৯১৫ সালেরআগে ফেব্রুয়ারির ২ তারিখে পাকিস্তানের পাঞ্জাবের হাদালিতে জন্ম খুশবন্ত সিংয়ের।
থামল পাকিস্তানের ট্রেন। প্রবীণ সাহিত্যিক -সাংবাদিক খুশবন্ত সিং প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। খুশবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের সাহিত্য মহলে শোকের ছায়া। ১৯১৫ সালেরআগে ফেব্রুয়ারির ২ তারিখে পাকিস্তানের পাঞ্জাবের হাদালিতে জন্ম খুশবন্ত সিংয়ের।
যোজনা পত্রিকার প্রতিষ্ঠা ও ন্যাশানাল হেরাল্ড ও হিন্দুস্তান টাইমসের সম্পাদনার কাজ করেছেন খুশবন্দ সিং। ক্লাসিক সমগ্রে খুশবন্তের সংযোজন `ট্রেন টু পাকিস্তান`, `আই শ্যাল নট হেয়ার দা নাইটঅ্যাঙ্গেল` ও `দিল্লি`।
১৯৯৫ সালে লেখেন `দা সানসেট ক্লাব`। তাঁর বাস্তবধর্মী রচনা `অ্যা হিস্ট্রি অফ দা শিখস`। রাজধানী দিল্লিতে শিখদের সংস্কৃতি ও দিন গুজরান নিয়ে লেখা তাঁর সাহিত্য।
১৯৮০ থেকে ৮৬ তিনি সাংসদ ছিলেন। ১৯৭৪ পান পদ্ম ভূষণ। তবে ৮৪ সালে স্বর্ণ মন্দিরে সেনা হানার পর ভারত সরকারের দেওয়া পদ্ম সম্মান ফিরিয়ে দেন খুশবন্ত। ২০০৭ সালে তাঁকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়।