পাপোষের পর এবার জুতো, ভারতের পতাকাকে অবমাননা করার আরও এক নজির অ্যামাজনের
গোটা দেশ এক সুরে বলতে শুরু করেছে 'ব্যান অ্যামাজন'। নিষিদ্ধ করা হোক অনলাইন বিপণন সংস্থা অ্যামজনকে।
ওয়েব ডেস্ক: গোটা দেশ এক সুরে বলতে শুরু করেছে 'ব্যান অ্যামাজন'। নিষিদ্ধ করা হোক অনলাইন বিপণন সংস্থা অ্যামজনকে। সময় যত এগোচ্ছে প্রতিবাদের সুর আরও জোরাল হচ্ছে। গতকাল অ্যামজনের পাপোষ বিক্রির একটি বিজ্ঞাপন শোরগোল ফেলেছে গোটা দেশে। সাধারণ নাগরিকের আর্তিতে হস্তক্ষেপ করতে হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও। ভারতের জাতীয় পতাকা, 'তেরঙ্গার' আদলে পা মোছার পাপোষ! অ্যামাজনে 'তেরঙ্গা পাপোষ' বিক্রির প্রতিবাদে কাল থেকেই সরব গোটা দেশ। রাত পোহাতেই সামনে এল আরও এক বিস্ফোরক বিজ্ঞাপন, যা দেখে রাগে ফুঁসছে প্রত্যেক ভারতীয়। 'তেরঙ্গা জুতো', বিকোচ্ছে অ্যামাজনে। এখানেই শেষ নয়, কুকুরের পোশাকে রয়েছে অশোক স্তম্ভ।
অ্যামাজনের এই ধরনের বিপণনের প্রতিবাদে আরও একবার সরব হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। টুইটে নিন্দা করে সুষমা স্বরাজ জানিয়েছেন, "অ্যামজনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করে এমন সব প্রোডাক্ট এখনই প্রত্যাহার করতে হবে"। হুমকির সুরে বিদেশমন্ত্রী এও জানান, "শীঘ্রই অ্যামাজন থেকে ঐ সমস্ত প্রোডাক্ট সরিয়ে না নেওয়া হলে অ্যামাজনের কোনও আধিকারিককেই ভিসা দেবে না ভারত সরকার।"
Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017
If this is not done forthwith, we will not grant Indian Visa to any Amazon official. We will also rescind the Visas issued earlier.
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017