বাঙালি দম্পতির সন্তানদের ফেরাচ্ছে নরওয়ে
অবশেষে বাঙালি দম্পতির সন্তানদের ফিরিয়ে দিচ্ছে নরওয়ে সরকার। বুধবার নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কাকার হাতে তুলে দেওয়া হবে অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের দুই সন্তানকে।
অবশেষে বাঙালি দম্পতির সন্তানদের ফিরিয়ে দিচ্ছে নরওয়ে সরকার। বুধবার নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কাকা অরুণাভাস ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হবে অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে। নরওয়ে সরকার সূত্রে খবর,অভিজ্ঞান ও ঐশ্বর্যর ঠিক মতো প্রতিপালন করা হবে বলে আদালতে মুচলেখা দিতে হবে কাকা অরুণাভাস ভট্টাচার্যকে। সেই মুচলেখায় স্বাক্ষর করতে হবে, দুই শিশুর বাবা-মাকে। মুচলেকায় অনুমোদন থাকতে হবে ভারত সরকার ও নরওয়ে সরকারের। তারপর অরুণাভাস ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হবে দুই শিশুকে। ভাইপোদের ফিরে পেতে ওসলো পাড়ি দিয়েছেন অরুণাভাস ভট্টাচার্য। এর আগে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ, ভট্টাচার্য দম্পত্তির সন্তানদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জোর সওয়াল করে নরওয়ে সরকারকে বলেন, `নিজের দেশের সংস্কৃতি ও ভাষার সঙ্গে তারা স্বাচ্ছন্দ বোধ করবে। তাই ভট্টাচার্য দম্পতির সন্তানদের ভারতে ফেরাতেই হবে।` সোমবার নরওয়েতে ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা করেন কৃষ্ণ। অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তানকে আটকে রাখার বিরুদ্ধে ভারতের রাষ্ট্রদূতকে সরকারি ভাবে প্রতিবাদ শুরু করারও নির্দেশ দেন বিদেশমন্ত্রী। অপরদিকে দীর্ঘ ১০ মাস পর সন্তানদের ফিরে পাওয়ার খবরে স্বভাবতই খুশির হাওয়া ভট্টাচার্য পরিবারে। গত বছর মে মাসে নরওয়েতে কর্মরত বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ৩ বছরের পুত্র অভিজ্ঞান ও এক বছরের কন্যা ঐশ্বর্যকে কার্যত আটক করে নরওয়ের একটি চাইল্ড কেয়ার এজেন্সি। আটক করার কারণ হিসেবে ওই এজেন্সি জানায়, নিজেদের সন্তানকে ঠিক ভাবে প্রতিপালন করছেন না তাদের বাবা-মা।